AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছয় পেসার থাকায় রোমাঞ্চিত মাসুদ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:২৮ পিএম, ১৭ আগস্ট, ২০২৪

ছয় পেসার থাকায় রোমাঞ্চিত মাসুদ

ছয় পেসার নিয়ে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আগেই দল ঘোষনা করেছে পাকিস্তান। দলে থাকা ছয় পেসার নিয়ে রোমাঞ্চিত পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তিনি জানান, দলে থাকা ছয় পেসার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখতে পারবে।

বাংলাদেশের বিপক্ষে ঘোষিত টেস্ট সিরিজে পাকিস্তান দলে থাকা ছয় পেসার হলেন- শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আমের জামাল, খুররম শাহজাদ, মির হামজা ও মোহাম্মদ আলী। পেস আক্রমন দিয়ে বাংলাদেশকে ঘায়েল করার পরিকল্পনা পাকিস্তানের।কিন্তু এই ছয় পেসারের অভিজ্ঞতা মোটেও বেশি নয়। দেশের হয়ে সর্বোচ্চ ২৯টি টেস্ট খেলেছেন আফ্রিদি। অনভিজ্ঞ হলেও এই ছয় পেসারকে নিয়ে রোমাঞ্চিত মাসুদ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পডকাস্টে মাসুদ বলেন, ‘এই স্কোয়াডের রোমাঞ্চকর বিষয় হলো আমাদের দলে ছয় জন দুর্দান্ত পেস বোলার আছে। ছয় জনই দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে যোগ্য দাবীদার। সবার মধ্যেই ভিন্ন কিছু বিষয় আছে।’

তিনি আরও বলেন, ‘যখনই প্রয়োজন হবে এবং যদি আমাদের একজন সেরা বোলারকে বিশ্রাম দেওয়ার দরকার হয়, আমি মনে করি তারপরও আমরা ভালো অবস্থায় থাকবো এবং সেখানে অন্য যে খেলবে তার অভিজ্ঞতা হবে।’

এই ছয় পেসারের মধ্যে যারাই একাদশে খেলুক না কেন তার উপর পূর্ণ আস্থা আছে মাসুদের। তিনি বলেন, ‘যেই খেলবে, তার উপর আমরা সমান আত্মবিশ্বাসী। নতুনদের মধ্যে খুররম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলি বা আমের জামাল যখন খেলবে কিংবা শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ বা অন্য কারও জায়গায় যেই আসুক না কেন, তারা দারুন পারফরমেন্স দিয়ে পাকিস্তানকে জেতাতে পারবে এবং ২০ উইকেট নিতে পারবে।’

তারপরও পেসারদের ওয়ার্কলোডের বিষয়টি পাকিস্তান সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান মাসুদ। কারন বাংলাদেশের পর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।

ওয়ার্কলোডের কথা মাথায় রেখে গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষটিতে বিশ্রাম দেওয়া হয়েছিলো পাকিস্তান দলের সেরা পেসার আফ্রিদিকে। ঐ উদাহরণ টেনে মাসুদ বলেন, ‘পেসারদের ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করতে হবে। অস্ট্রেলিয়ায় আফ্রিদির সাথে যেমনটা করা হয়েছিল। ঐ সিরিজে প্রথম দুই টেস্ট খেলার পর শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিলো আফ্রিদিকে। কারন সামনে ব্যস্ত সূচি ছিল। আমরা আবারও এমনটাই করার চেষ্টা করবো।’

২১ আগস্ট থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান। এরপর ৩০ আগস্ট থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।


একুশে সংবাদ/ এস কে

Link copied!