AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওয়ানডে বিশ্বকাপের টাকা এখনও পাননি ক্রিকেটাররা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:৪০ পিএম, ১১ আগস্ট, ২০২৪
ওয়ানডে বিশ্বকাপের টাকা এখনও পাননি ক্রিকেটাররা

গেল বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। আশা থাকলেও সেখানে হতাশাজনক পারফরম্যান্সই উপহার দিয়েছে টাইগাররা। যার ফলে অনেক সমালোচনার মুখে পড়েছিলেন ক্রিকেটাররা।
বিশ্বকাপে বাংলাদেশ জিতেছিল কেবল দুটি ম্যাচ। হারতে হয়েছে নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও। সেই ভারত বিশ্বকাপের পাওনা টাকা এখনো ক্রিকেটারদের মধ্যে বণ্টন করেনি বিসিবি। এমন দাবি করেছেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল।

আজ (রোববার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেবব্রত বলেন, ক্রিকেট অপারেশন্স এখন যেটা আছে ক্রিকেটারদের। আপনারা কি জানেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ভারতে। আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের চুক্তি থাকে যে সেই ওয়ানডে বিশ্বকাপের টাকা ৫০ দিনের মধ্যে দেওয়ার কথা। 

এরপর তিনি বলেন, এটা খেলোয়াড়দের মধ্যে বণ্টন হয় সেই টাকা এখনো পর্যন্ত খেলোয়াড়দের দেওয়া হয়নি। এই বিশ্বকাপও কিন্তু ১৪ দিন চলে গেছে। আপনারা জিনিসগুলো বুঝবেন। আম্পায়ার্স কমিটিসহ ক্রিকেট বোর্ড তারা যে ব্যবস্থাপনা ও পেশাদারিত্ব ছিল। এরপরও আমি যেটা বললাম যে ক্রিকেট একটা ভদ্রলোকের খেলা। কিন্তু কোনো প্রকার ভদ্র আচরণ এখানে ছিল না।

দেবব্রত ক্ষোভ জানিয়ে আরো বলেন, আম্পায়ার ডিপার্টমেন্টে আগের চেয়ারম্যান দেখেন বর্তমান দেখেন আজকে মোর্শেদ আলী খান ইন্টারন্যাশনাল প্যানেলে গিয়েছে। আমরা কি জানি সে এখনো পর্যন্ত বিসিবির কন্ট্রাক্টে নাই। এমন একটা বৈষম্যের শিকার করা এগুলো কখনো হইতে পারে না।

একুশে সংবাদ/ এস কে 

Link copied!