AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুর্দান্ত পারফরমেন্সে ম্যাচসেরা হলেন সাকিব


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১৩ পিএম, ৬ আগস্ট, ২০২৪
দুর্দান্ত পারফরমেন্সে ম্যাচসেরা হলেন সাকিব

ব্যাটে-বলে নিজের জাত চেনালেন সাকিব আল হাসান। চলমান গ্লোবাল টি-টোয়েন্টিতে বাংলা টাইগার্স মিসিসাগার এই অধিনায়ক সারে জাগুয়ার্সের বিপক্ষে ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। এ ছাড়া বল হাতেও নিয়েছেন ২৪ রানে ১ উইকেট। তাতে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিবের হাতে।

সোমবার (৫ আগস্ট) ব্রাম্পটনে ১৮ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করে সারে জাগুয়ার্স করেছিল ১০৮ রান। যা ৩ বল বাকি থাকতে টপকে যায় বাংলা টাইগার্স। বল হাতে পেসার শরীফুল ইসলামও ২৪ রানে ১ উইকেট নিয়েছেন।

চলমান গ্লোবাল টি-টোয়েন্টি লিগের চলতি মৌসুমে সোমবারের ম্যাচের আগ পর্যন্ত ৫ ইনিংস ব্যাটিং করেন সাকিব। যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংস ২৪, গত ৩০ জুলাই টরন্টোর বিপক্ষে করেছিলেন। বাকি ৪ ইনিংসের একটিতেও ৫ রানও করতে পারেননি।

প্রায় প্রতি ম্যাচেই নিজের ব্যাটিং অর্ডার নিয়েও করেছেন পরীক্ষা-নিরীক্ষা। কাল নেমেছিলেন ৪ নম্বরে। বল হাতেও নিজের পুরোনো ছন্দে ধীরে ধীরে ফিরে পাচ্ছেন সাকিব। এই টুর্নামেন্টে ৫ ম্যাচে উইকেট পেয়েছেন ৭টি।

একুশে সংবাদ/ এস কে  

 

Link copied!