রাজশাহীর তানোরে গভীর রাতে সড়কে পিকআপ ভ্যান আটকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কামারগাঁ ইউনিয়নের চৌবাড়িয়া-তানোর সড়কের বাঘের মোড়ে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে বাঘের মোড় এলাকায় ৭-৮ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী ৪টি মোটরসাইকেলে করে এসে একটি পিকআপ ভ্যান আটকায়। তারা পিকআপচালকের কাছে থাকা ১ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। তবে ডাকাতরা চালককে শারীরিকভাবে কোনো ক্ষতি করেনি।
এ ঘটনার এক সপ্তাহ আগে একই সড়কের পারিশো দুর্গাপুর মোড় এলাকায় মোটরসাইকেলসহ টাকাপয়সা ছিনতাইয়ের ঘটনা ঘটে। টানা দুই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, একাধিক ডাকাতির পরও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বাঘের মোড় এলাকার বাসিন্দা মাসুদ রানা বলেন, “এই রাস্তায় মাঝেমধ্যেই ছিনতাই আর ডাকাতির ঘটনা ঘটছে। ভয়ে সন্ধ্যার পর কেউ আর বের হয় না। ডাকাতি বন্ধ করতে হলে পুলিশের টহল বাড়ানো জরুরি।”
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “চৌবাড়িয়া-তানোর সড়কে প্রতিনিয়ত পুলিশ টহল দিচ্ছে। ডাকাতরা ভোররাতকে লক্ষ্য করে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। তাদের ধরতে নানা পন্থা অবলম্বন করা হয়েছে, আশা করছি দ্রুতই ডাকাতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

