AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৮ ছক্কায় ২৭ বলে সেঞ্চুরি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৫৬ পিএম, ১২ জুলাই, ২০২৪

১৮ ছক্কায় ২৭ বলে সেঞ্চুরি

চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি ৩৩ বলে আন্তর্জাতিক টি-২০তে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন নামিবিয়ার ইয়ান-নিকোল লফটি। তবে তার সেই বিধ্বংসী শতকের রেকর্ড টিকলো না চার মাসও। তার রেকর্ড ভেঙে দিয়েছেন সাহিল চৌহান।

ভারতীয় বংশোদ্ভূত চৌহান আন্তর্জাতিক ক্রিকেট খেলেন এস্তোনিয়ার হয়ে। সোমবার সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েন মিডল-অর্ডার এই ব্যাটার। 

শুধু আন্তর্জাতিক টি-২০ই নয়, স্বীকৃত টি-২০র রেকর্ডও ভেঙেছেন চৌহান। এস্তোনিয়ার একদিনে ছিল দুই ম্যাচ। প্রথমটিতে ‘গোল্ডেন ডাক’র তেতো স্বাদ পেয়েছিলেন সাহিল। পরের ম্যাচে ব্যাট হাতে তিনি চালালেন তাণ্ডব। বিস্ফোরক এক ইনিংসে ভেঙে দিলেন একাধিক রেকর্ড।

সাইপ্রাসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০তে রান তাড়ায় ৪১ বলে ১৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে এস্তোনিয়াকে জেতান সাহিল। তার ৩৫১ দশমিক ২১ স্ট্রাইক রেটের ইনিংসে ১৮টি ছক্কার পাশাপাশি ছিল ৬ টি চারের মার। ৩২ বছর বয়সী এই ব্যাটার সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ২৭ বলে! স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি এটিই।

অবশ্য এর আগে ৩০ বলে সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক ছিলেন ক্রিস গেইল। ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের ইনিংসের পথে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন ক্যারিবীয়ান এই তারকা।

সাহিলের ১৮ ছক্কা আন্তর্জাতিক টি-২০তে এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের হাযরাতউল্লাহ জাজাইয়ের ১৬ ছক্কা ছিল আগের রেকর্ড।

স্বীকৃত টি-২০তেও এক ইনিংসে সাহিলের চেয়ে বেশি ছক্কা মারতে পারেননি আর কেউ। এখানে তিনি গেইলের রেকর্ডে ভাগ বসিয়েছেন। ২০১৭ বিপিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে ৬৯ বলে ১৪৬ রানের অপরাজিত ইনিংসে ১৮ ছক্কা মেরেছিলেন গেইল।

এদিনের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাহিলের অভিজ্ঞতা ছিল স্রেফ দুই ম্যাচের। গত বছরের সেপ্টেম্বরে অভিষেকে ৬ বলে ২ ছক্কায় করেন অপরাজিত ১৬ রান। পরের ম্যাচে অপরাজিত ছিলেন ২ রানে। এবার চতুর্থ ম্যাচেই পেয়ে গেলেন প্রথম সেঞ্চুরির স্বাদ, যা ঝড় তুলল রেকর্ড বইয়েও।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!