AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

সেমির লক্ষ্যে টস জিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফিল্ডিংয়ে ইংল্যান্ড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:০৮ পিএম, ২৩ জুন, ২০২৪
সেমির লক্ষ্যে টস জিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র মুখোমুখি। ব্রিজটাউনে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ দিয়ে এই প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

এর আগে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার। 

ম্যাচটিতে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড। মার্ক উডের জায়গায় একাদশে ফিরেছেন ক্রিস জর্ডান। অপরদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে নামবে যুক্তরাষ্ট্র।

সুপার এইটে এখন পর্যন্ত ২টি করে ম্যাচ খেলেছে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এর মধ্যে এক ম্যাচ জিতেছে ইংলিশরা। অন্যদিকে,  দুই ম্যাচের দু’টতেই পরাজিত হওয়ায় টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কায় স্বাগতিক যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র দল: স্টিভেন টেইলর, আন্দ্রেস গাউস, নিতীশ কুমার, অ্যারন জোন্স (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, মিলিন্দ কুমার, হারমীত সিং, শ্যাডলি ফন শ্যালকিক, নোশতুশ কেনজিগ, আলী খান ও সৈারভ নেত্রাভালকার।

ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস জর্দান, জোফরা আর্চার, আদিল রশিদ ও রিচ টপলি।


একুশে সংবাদ/ এস কে

Link copied!