নবম টি-২০ বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। যেখানে টস হেরে আগে ব্যাট করতে নামা প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিকসে সাজঘরে ফেরালেন সৌরভ নেত্রাভালকার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫.৩ ওভারে এক উইকেটে ৫৭ রান।
বুধবার অ্যান্টিগুয়ার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান যুক্তরাষ্ট্র অধিনায়ক অ্যারন জোন্স। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রেজা হেনড্রিকস ও কুইন্টন ডি কক। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত করেছেন সৌরভ।
ইনিংসের তৃতীয় ওভারে অ্যান্ডারসনের ক্যাচ বানিয়ে রেজাকে সাজঘরের পথ দেখান সৌরভ। এরপর ক্রিজে আসেন এইডেন মার্করাম। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ডি কক।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া ও তাবরাইজ শামসি।
যুক্তরাষ্ট্র একাদশ: শায়ান জাহাঙ্গীর, স্টিভেন টেইলর, আন্দ্রেস গাউস, অ্যারন জোন্স (অধিনায়ক), নিতীশ কুমার, কোরে অ্যান্ডারসন, হারমীত সিং, জসদ্বীপ সিং, নোশতুশ কেনজিগ, সৌরভ নেত্রালভাকার ও আলি খান।
একুশে সংবাদ/জাহা