AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানের বিপক্ষে জয়ের পর যা বললেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:০০ পিএম, ৭ জুন, ২০২৪
পাকিস্তানের বিপক্ষে জয়ের পর যা বললেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এবারের আসরে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৬ জুন) তারা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও গত আসরের রানার্সআপ পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে দিয়েছে। এ জয়ে বেশ উচ্ছ্বসিত পুরো যুক্তরাষ্ট্র দল। তাই তো দলের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ম্যাচ শেষে বলেছেন, কন্ডিশনের সঠিক ব্যবহার করেছে তারা। 

ঐতিহাসিক জয়ের পর যুক্তরাষ্ট্রের অধিনায়ক বলেন, এটা আমাদের একটা বড় প্রাপ্তি। প্রথমবার খেলতে নেমেই পাকিস্তানকে হারানো। আমরা আমাদের কন্ডিশন ভালোভাবে ব্যবহার করেছি। অবিশ্বাস্য এই জয়ে আমরা খুব খুশি। আমাদের পরিকল্পনা সফল। আমরা চেয়েছি বিশ্বকাপের সেরা দলগুলোর মধ্যে কাউকে হারাতে। আজ আমরা সেটা করতে পেরেছি।

এদিকে হারের পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, যখন আপনি কোনো টুর্নামেন্ট খেলতে আসবেন, অবশ্যই সেরা প্রস্তুতি নিয়ে আসেন। ছোট দল পেলে আপনি মানসিকভাবে কিছুটা হালকা অনুভব করতে পারেন। কিন্তু পরিকল্পনা যদি বাস্তবায়ন না হয়, তাহলে যে দলই হোক, ব্যর্থ হবেন। প্রস্তুতি ভালো ছিল। কিন্তু দল হিসেবে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি ম্যাচে।

বিশ্বমঞ্চে ছোট দলগুলোর কাছে পাকিস্তানের হোঁচট খাওয়া এবারই প্রথম নয়। এর আগে ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপে তখনকার নবীন বাংলাদেশের কাছেও হেরেছিল তারা। এরপর ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছেও বিধ্বস্ত হয়। এবার হারের স্বাদ পেতে হলো যুক্তরাষ্ট্রের কাছে।  

 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!