টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি। এই ম্যাচে দুর্বল পাপুয়া নিউগিনিকে উড়িয়ে দিয়ে আসরে শুভসূচনা করতে চায় ক্যারিবিয়ানরা।রোববার (২ জুন) সি-গ্রুপের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাপুয়া নিউগিনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে তারা।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাপুয়া নিউগিনি। প্রথম চারের জন্য অপেক্ষা করতে হয় চতুর্থ ওভার পর্যন্ত। পাওয়ার প্লে`র শেষ ওভারে দুই চারে ঝড়ের আভাস দিলেও শেষ বলে আউট হয়ে উল্টো বিপদ বাড়ান অধিনায়ক ভালা। পাওয়ার প্লে শেষে ৩ উইকেট হারিয়ে দলটির রান দাঁড়ায় ৩৪।
পাপুয়া নিউগিনির হয়ে প্রথম ম্যাচে ওপেনিংয়ে নামেন টনি উরা ও আসাদ ভালা। তবে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তারা। দলীয় ৫ রানে টনি উরার বিদায়ে ভেঙে যায় এই জুটি। ৫ বলে ২ রান করা টনি উরা রোমারিও শেফার্ডের বলে নিকোলাস পুরানের হাতে ক্যাচ ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে।
টনি উরার বিদায়ের পরের ওভারেই সাজঘরের পথ ধরেন লেগা সিয়াকা। আকিল হোসেনের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। তার বিদায়ে ৭ রানেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে পাপুয়া নিউগিনি।
৭ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন আসাদ ভালা ও সেসে বাউ। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পাপুয়া নিউগিনি। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি আলজারি জোসেফ। আলজারি জোসেফের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ২২ বলে ২১ ন্স করা আসাদ ভালা।
আসাদ ভালার বিদায়ের পর প্যাভিলিয়নের পথ ধরেন হিরি হিরি। ৬ বলে ২ রান করে গুদাকেশ মতির বলে রোভম্যান পাওয়েলের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ৫০ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাপুয়া নিউগিনি।
ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপজয়ী দেশ হলো ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া টি-টোয়েন্টিতেও দুইবার শিরোপা জিতেছে ক্যারিবিয়ানরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে দেশে ক্রিকেটের বিস্তার এবং উন্নয়নের জন্য সেই ভাবে ভূমিকা রাখতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
একুশে সংবাদ/এস কে