রাজশাহীর তানোর উপজেলার কালিগঞ্জ বাজারে র্যাব-৫ এর বিশেষ অভিযানে বিএনপি নেতা ও কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ময়েজউদ্দিন এবং তার ছেলেসহ ৫ জনকে মাদকদ্রব্যসহ আটক করেছে র্যাব।
(৫ জুলাই) শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে স্থানীয় একটি ফার্মেসিতে নিষিদ্ধ নেশাজাতীয় ওষুধ দ্রব্য বিক্রির সময় তাদের আটক করা হয়। এ সময় আরও তিনজনকে নেশা সেবনের দায়ে হাতেনাতে আটক করে র্যাব। এ সময় অভিযানে ফার্মেসি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাতীয় ওষুধ উদ্ধার করা হয়।
এদিকে একজন প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির মাদকের সঙ্গে জড়িত থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে বলেছেন, একজন মাদক ব্যবসায়ী কীভাবে একটি স্কুলের সভাপতি হন – তা গভীর ভাবে চিন্তার বিষয়। এতে করে স্কুলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। তাকে দ্রুত বহিষ্কার করে নতুন করে সভাপতি নিয়োগ দেয়ারও দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় একাধিক বাসিন্দা হতাশা প্রকাশ করে বলেন, আমরা ভাবতেই পারি না যে আমাদের স্কুলের সভাপতি এমন কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। এটা পুরো সমাজ ও নতুন প্রজন্মের জন্য খুবই বিপজ্জনক বার্তা দেয়।
র্যাব জানিয়েছে, ময়েজউদ্দিন ও তার ছেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ফার্মেসির আড়ালে মাদকের কারবার করার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের ফার্মেসি থেকে বিপুলপরিমাণ মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে