ময়মনসিংহ দক্ষিণ জেলার অন্তর্গত ভালুকা উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (১ জুলাই ২০২৫) জাসাস ময়মনসিংহ দক্ষিণ জেলার সভাপতি খন্দকার মহিউদ্দিন আহমেদ মঈন এবং সাধারণ সম্পাদক সাব্বিরুল ইসলামের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে আহসান হাবীব রিপনকে সভাপতি এবং প্রভাষক এম.এম. কবিরকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়াও ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান জনিকে সিনিয়র সহসভাপতি, এস এম জহিরুল ইসলাম (চাষা জহির)-কে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, প্রভাষক মো. আবু হানিফকে সাংগঠনিক সম্পাদক এবং কবির হোসেন (সংগীত শিল্পী)-কে দপ্তর সম্পাদক করা হয়েছে।
সভাপতি আহসান হাবীব রিপন বলেন, ‘এই কমিটি শুধু একটি সাংগঠনিক কাঠামো নয়, বরং জাতীয়তাবাদী আদর্শ ও সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কাজ করবে। আমরা সবাই মিলে জাসাসকে ভালুকায় আরও শক্তিশালী করব।’
সাধারণ সম্পাদক প্রভাষক এম.এম. কবির বলেন, ‘সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধকে তুলে ধরতে আমরা সুসংগঠিতভাবে কাজ করব। দলের প্রতি দায়বদ্ধ থেকে আমরা সক্রিয় সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে চাই।’
দপ্তর সম্পাদক কবির হোসেন (সংগীত শিল্পী) বলেন, ‘কমিটির সকল কার্যক্রমে স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও দ্রুততা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। আমরা দলীয় কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে বদ্ধপরিকর।’
কমিটিতে আরও বিভিন্ন সাংগঠনিক, প্রচার, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক কার্যক্রমে ভূমিকা রাখার জন্য উপযুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এই কমিটির মাধ্যমে ভালুকা উপজেলার সাংস্কৃতিক, সামাজিক ও জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে জাসাস আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখবে।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে