আইপিএলের ১৭তম আসরের পর্দা নামতে যাচ্ছে। সব থেকে জনপ্রিয় এই ক্রিকেট টুর্নামেন্টের এবারের আসরের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
রোববার (২৬ মে) চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে হায়দরাবাদ।
দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান রয়েলসকে ৩৬ রানে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠে সানরাইজার্স হায়দরাবাদ। এর আগে ২০১৬ সালে প্রথমবার ফাইনালে উঠেই শিরোপা নিজেদের করে নিয়েছিলো তারা। এরপর ২০১৮ সালে আবারও ফাইনালে উঠলেও চেন্নাইয়ের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় তাদের।
হায়দরাবাদের বিপক্ষে তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। এর আগে ২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল শিরোপা জিতে কলকাতা নাইট রাইডার্স। এবার কেকেআরের মেন্টরের ভূমিকা পালন করছেন গৌতম গম্ভীর।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে হায়দরাবাদ। রাজস্থানের বিপক্ষে ইমপ্যাক্ট সাবে খেলতে নেমে ম্যাচসেরা হওয়া শাহবাজ আহমেদকে মূল একাদশে রেখেছেনি কামিন্স।
অন্যদিকে প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে হায়দরাবাদকে হারানো অপরিবর্তীত একাদশ নিয়ে তৃতীয় শিরোপা জিততে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স।
হায়দরাবাদ একাদশ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল থ্রিপাঠী, এইডেন মারক্রাম, হেনরিক ক্লাসেন, নীতিশ রেড্ডি, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেভ উনাদকাট ও টি নাতারাজন।
কলকাতা একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, ভাইভাভ আরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

