AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এশিয়ান টেনিসে বাংলাদেশের কাব্য চ্যাম্পিয়ন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:১৯ পিএম, ১৮ মে, ২০২৪
এশিয়ান টেনিসে বাংলাদেশের কাব্য চ্যাম্পিয়ন

এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কাব্য গায়েন। নিজের এমন সাফল্যে উচ্ছ্বসিত সে। রমনার শেখ জামাল টেনিস কমপ্লেক্সে বালক এককের ফাইনালে ৬-২, ৭-৫  গেমে হংকংয়ের হিম ওয়াংকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গায়েন। সেই সঙ্গে বালক দ্বৈতে মুশফিকের সঙ্গে জুটি বেধে বাংলাদেশের আরেক জুটি আকাশ-রাজিবকে হারিয়েছে সে।

চমক দেখিয়ে শিরোপা জেতা কাব্য গায়েন জানিয়েছে, ‘আন্তর্জাতিক টুর্নামেন্ট আরো হওয়া দরকার। আমি বিকেএসপিতে খেলা শিখেছি। এখানে পড়ছি। প্রথম টার্গেট এশিয়ার নম্বর ওয়ান প্লেয়ার হওয়া, আইটিএফ খেলা। এরপর বিশ্বের নম্বর ওয়ান হওয়া।’ 

এছাড়া টুর্নামেন্টে বালিকা একক ও দ্বৈত ক্যাটাগরিতে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। শিরোপা উঁচিয়ে ধরেছে ভারতের সানবি রেড্ডি।

বাংলাদেশের খেলোয়াড়দের সাফল্য টেনিস ফেডারেশনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার ফল বলছেন ফেডারেশন সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বয়সভিত্তিক যে খেলাগুলো, সেখান থেকে আগামী দিনের জন্য একজনকে বের করতে চাই। এই টুর্নামেন্টটা যে দেখলাম, তা দেখে মনে হলো লক্ষ্য ঠিকই নির্ধারণ করেছি। সব কিছু ঠিক থাকলে বাংলাদেশের টেনিস লাভবান হবে।’

একুশে সংবাদ/এস কে  

 

Link copied!