AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৭০০ উইকেটধারী পেসার এবার ইতি টানছেন!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৪১ পিএম, ১১ মে, ২০২৪
৭০০ উইকেটধারী পেসার এবার ইতি টানছেন!

কাঁধে কাঁধ মিলিয়ে ইংল্যান্ড ক্রিকেটকে দীর্ঘদিন টেনে নিয়ে গিয়েছেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। সহযোদ্ধা ব্রড রণে ভঙ্গ দিয়েছেন বেশ কিছুদিন হয়ে গেল। একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন অ্যান্ডারসন। অবশেষে থামার সিদ্ধান্ত নিলেন। ঘরোয়া মৌসুমের শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ৭০০ টেস্ট উইকেটের মালিক জিমি।

দ্যা গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী ইংল্যান্ডের টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাকালাম অ্যান্ডারসনকে জানিয়ে দিয়েছেন যে, তাঁরা ভবিষ্যতের দিকে নজর দিতে চান। ২০২৫-২৬ অ্যাশেজের কথা মাথায় রেখেই স্কোয়াড গড়তে চান তিনি। ম্যাকালাম নিউজিল্যান্ড থেকে ইংল্যান্ডে উড়ে গিয়ে ব্যক্তিগতভাবে নিজের পরিকল্পনার কথা জানিয়ে দেন অভিজ্ঞ ব্রিটিশ পেসারকে।

অ্যান্ডারসন বছরের শুরুর দিকে ভারত সফরের শেষ টেস্টে ৭০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। মুথাইয়া মুরলিধরন ও শেন ওয়ার্নের পরে বিশ্বের তৃতীয় বোলার হিসেবে ৭০০ টেস্ট উইকেট ক্লাবের সদস্য হন অ্যান্ডারসন। সিরিজে তার ওয়ার্কলোডের দিকে কড়া নজর ছিল ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের। ৭টি ইনিংসে সাকুল্যে ১১০ ওভার বল করে ১০টি উইকেট নেন তিনি।

তার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে বিশেষ ছাপ রাখতে ব্যর্থ হন অ্যান্ডারসন। ৪টি টেস্টের ৮টি ইনিংসে বল করে মোটে ৫টি উইকেট নেন জিমি। শনিবারই অ্যান্ডারসন নিজের কেরিয়ারে যবনিকা টানার কথা ঘোষণা করতে পারেন। ইসিবির তরফে অবশ্য এই বিষয়ে সরকারিভাবে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

অ্যান্ডারসন এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৮৭টি টেস্টে মাঠে নেমেছেন। সংগ্রহ করেছেন ৭০০টি উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩২ বার। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে ১০ উইকেট নিয়েছেন মোট ৩ বার। এক ইনিংসে সেরা বোলিং পারফর্ম্যান্স ৪২ রানে ৭ উইকেট। দুই ইনিংস মিলিয়ে এক ম্যাচে সেরা বোলিং পারফর্ম্যান্স ৭১ রানে ১১ উইকেট। ব্যাট হাতে টেস্টে ১৩৫৩ রান সংগ্রহ করেছেন অ্যান্ডারসন। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৮১ রানের।

জিমি ইংল্যান্ডের হয়ে ১৯৪টি ওয়ান ডে ম্যাচে মাঠে নেমেছেন। সাকুল্যে ২৬৯টি উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২ বার। সেরা বোলিং পারফর্ম্যান্স ২৩ রানে ৫ উইকেট। ব্যাট হাতে ওয়ান ডে ক্রিকেটে ২৭৩ রান সংগ্রহ করেছেন অ্যান্ডারসন। অ্যান্ডারসন ইংল্যান্ডের হয়ে ১৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন সাকুল্যে ১৮টি। সেরা বোলিং পারফর্ম্যান্স ২৩ রানে ৩ উইকেট।

একুশে সংবাদ/এস কে     
 

Link copied!