AB Bank
ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১০ বছর পর টি-২০ বিশ্বকাপ ফিরছে বাংলাদেশে, গণভবনে হলো ট্রফি উন্মোচন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০২:৩৬ পিএম, ৫ মে, ২০২৪
১০ বছর পর টি-২০ বিশ্বকাপ ফিরছে বাংলাদেশে, গণভবনে হলো ট্রফি উন্মোচন

সিলেটে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে এই সিরিজকে। কে জানত, আয়োজক হয়েও বিশ্বকাপের সেরা প্রস্তুতি বাংলাদেশ নয়, ভারতেরই হবে?  

বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের খেলা সব ঢাকায়। ওদিকে অস্ট্রেলিয়ার গ্রুপে পড়া ভারতের সব ম্যাচ সিলেটে। ফলে আগামী অক্টোবরের বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি হয়ে গেল ভারতের।  

আজ ৫ মে দুপুর ১২ টায় রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়েছে। সে সঙ্গে বিশ্বকাপের দুই গ্রুপ ও সূচিও জানানো হয়েছে।  

গ্রুপ পর্বে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। গ্রুপে বাংলাদেশের সঙ্গী ২০০৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২০১৬ বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ ও গতবারের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকাও আছে এই গ্রুপে। গ্রুপের অন্য দল বাছাইপর্ব পেরিয়ে আসবে। আজ দুপুরে আবুধাবিতে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যকার সেমিফাইনালের বিজয়ী ও সন্ধ্যায় শ্রীলঙ্কা-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের দুই বিজয়ীই আসবে বিশ্বকাপে।

৩ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। গ্রুপপর্বের ম্যাচ শেষ হবে ১৪ অক্টোবর। ফাইনাল মিরপুরে ২০ অক্টোবর। ১৯ দিনে ২৩ ম্যাচেই নির্ধারিত হবে টি-টোয়েন্টির সেরা দল।

গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, বাছাইপর্বের প্রথম দল

গ্রুপ ‘বি’: বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাছাইপর্বের দ্বিতীয় দল

বাংলাদেশের বিশ্বকাপ সূচি:

৩ অক্টোবর      বাংলাদেশ-বাছাইপর্বের দ্বিতীয় দল, ঢাকা

৫ অক্টোবর      বাংলাদেশ-ইংল্যান্ড, ঢাকা

৯ অক্টোবর      বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা

১২ অক্টোবর    বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, ঢাকা      


একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা 
 

Link copied!