AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চেন্নাইয়ের হারের ম্যাচে মুস্তাফিজের ১ উইকেট


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:১৬ পিএম, ২০ এপ্রিল, ২০২৪

চেন্নাইয়ের হারের ম্যাচে মুস্তাফিজের  ১ উইকেট

টানা দুই ম্যাচ জয়ের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে হারের স্বাদ পেল মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস। গতরাতে লখনউসুপার জায়ান্টসের কাছে ৮ উইকেটে হেরেছে চেন্নাই। ম্যাচে ১ উইকেট শিকার করেন মুস্তাফিজ। 

লখনউর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে রবীন্দ্র জাদেজার হাফ-সেঞ্চুরি ও মহেন্দ্র সিং ধোনির ক্যামিও ইনিংসের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রানের সংগ্রহ পায় চেন্নাই। ব্যাটিংয়ে প্রমোশন পেয়ে চার নম্বরে নেমে ৫টি চার ও ১টি ছক্কায় ৪০ বলে ৫৭ রান করেন জাদেজা।

ইনিংসের শেষ দিকে ৩টি চার ও ২টি ছক্কায় ৯ বলে অনবদ্য ২৮ রান তুলেন ধোনি। এছাড়া আজিঙ্কা রাহানে ২৪ বলে ৩৬ ও ইংল্যান্ডের মঈন আলি ২০ বলে ৩০ রান করেন। লখনউর ক্রুনাল পান্ডিয়া ২টি উইকেট নেন।

১৭৭ রানের টার্গেটে লখনউর জয়ের পথ তৈরি করে দেন দুই ওপেনার দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও অধিনায়ক লোকেশ রাহুল। উদ্বোধনী জুটিতে ৯০ বলে ১৩৪ রান যোগ করেন তারা।

১৫তম ওভারের শেষ বলে লখনউর উদ্বোধনী জুটি ভাঙ্গেন মুস্তাফিজ। ৫টি চার ও ১টি ছক্কায় ৪৩ বলে ৫৪ রান করা ডি কককে শিকার করেন ফিজ।

জয় থেকে ১৬ রান দূরে থাকতে থামেন রাহুল। ৯টি চার ও ৩টি ছক্কায় ৫৩ বলে ৮২ রান করেন ম্যাচ সেরা রাহুল। এরপর ওয়েস্ট ইন্ডিজের নিকোলস পুরান ১২ বলে ২৩ এবং অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ৮ রানে অপরাজিত থেকে লখনউর জয় নিশ্চিত করেন।

ম্যাচে ৪ ওভারে ৪৩ রানে ১ উইকেট নেন মুস্তাফিজ। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে শিকারের তালিকায় চতুর্থস্থানে আছেন তিনি।

৭ ম্যাচ শেষে ৮ করে পয়েন্ট নিয়ে চেন্নাই তৃতীয় ও লখনউ পঞ্চমস্থানে আছে।

 

একুশে সংবাদ/এস কে  


 

Link copied!