আইসিসির মাস সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন কামিন্দু মেন্ডিস। আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটারের লড়াইয়ে কামিন্দুর সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন মার্ক আদাইর ও ম্যাট হেনরি। তাদের দুজনকে পেছনে ফেলে পুরস্কার জিতেছেন লঙ্কান এ ব্যাটার।
পুরস্কার জেতার অনুভূতি জানাতে গিয়ে কামিন্দু আইসিসিকে বলেন, ‘মাসসেরার এই পুরস্কার জিতে আমি অনেক খুশি। এটা আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এমন অর্জন মাঠে দল, দেশ এবং সমর্থকদের জন্য ভালো পারফরম্যান্সের তাগিদ বাড়ায়।’
এদিকে মনোনয়ন পাওয়া বাকি দুই ক্রিকেটারের প্রতিও শুভকামনা জানিয়েছেন কামিন্দু। এর আগে শ্রীলংকার হয়ে বাঁহাতি স্পিনার প্রভাত জয়সুরিয়া ও লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা এই পুরস্কার জিতেছিলেন।
একুশে সংবাদ/এস কে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
