AB Bank
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওপেনার হিসেবে খেলাটা খুব চ্যালেঞ্জিং: স্টিভ স্মিথ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৩১ পিএম, ৭ এপ্রিল, ২০২৪
ওপেনার হিসেবে খেলাটা খুব চ্যালেঞ্জিং: স্টিভ স্মিথ

দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার পরেই টেস্ট থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। তারপরেই ‍‍`স্টপগ্যাপ‍‍` ওপেনার হিসেবে স্ব-ইচ্ছাতে দায়িত্ব নিয়েছেন স্টিভ স্মিথ। যদিও এখনও পর্যন্ত ব্যাট হাতে তেমন বলার মতন ওপেনার হিসেবে কিছু করতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ব্রিসবেন টেস্টে যদিও একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন স্মিথ। ওপেনিংয়ে ব্যাট করার বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন স্টিভ স্মিথ। তাঁর স্পষ্ট বক্তব্য ওপেনার হিসেবে খেলাটা খুব চ্যালেঞ্জিং।

এই মুহূর্তে ভারতে রয়েছেন স্টিভ স্মিথ। চলতি আইপিএলে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন তিনি। অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের হয়ে ম্যাচ বিশ্লেষণ থেকে বিশেষজ্ঞ মতামত সবই দিচ্ছেন তিনি। এমন আবহেই তিনি মুখোমুখি হয়েছিলেন সংবাদ সংস্থা পিটিআইকে। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘এই মুহূর্তে ওপেনিং করা নিয়ে আমি খুব একটা ভাবছি না। আমি ২২ গজে নেমে আমার কাজটা করতে চাই। আমি মনে করি এখনও আমি ভালো ব্যাট করছি।’

তিনি আরও জানিয়েছেন, ‘ওপেনিংয়ে খেলাটা খুব একটা সহজ নয়। বিভিন্ন পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটা মূল লক্ষ্য থাকে। সেটা সহজ কাজ নয়। তবে আমি আত্মবিশ্বাসী সেটা আমি করতে পারব।’ বিভিন্ন পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়ে ও যে তিনি আত্মবিশ্বাসী তাও জানানোর পাশাপাশি ওপেনার হিসেবে সফল হওয়ার বিষয়ে ও যে তিনি আত্মবিশ্বাসী তা জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত আগামী নভেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। সেখানে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। আসন্ন বর্ডার গাভাসকর ট্রফি নিয়েও মুখ খুলেছেন স্মিথ। তার মতে এই সিরিজ বেশ চ্যালেঞ্জিং হবে। শেষ দুই সিরিজে ভারত যে তাদেরকে কতটা শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলেছেন তাও মেনে নিয়েছেন স্মিথ। তিনি জানিয়েছেন, ‘আমরা একে অপরের (ভারত ও অস্ট্রেলিয়া) বিরুদ্ধে খেলাটা সবসময়ে উপভোগ করি। এই মুহূর্তে দুই দলের মধ্যে যথেষ্ট রাইভ্যালরি (লড়াই) রয়েছে। অনেকদিন বাদে আমরা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছি। আমি এই গ্রীষ্মের দিকে তাকিয়ে রয়েছি। ভালো লড়াই হবে। দলের হয়ে ভালো পারফরম্যান্স করতে মুখিয়ে রয়েছি।’


একুশে সংবাদ/এস কে

Link copied!