AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওয়ালটন অষ্টম মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা বুধবার শুরু


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:৩৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

ওয়ালটন অষ্টম মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা বুধবার শুরু

ওয়ালটন   হাই-টেক   ইন্ডাস্ট্রিজ   পিএলসি’র   পৃষ্ঠপোষকতায়   ও   কুইন   অব   হার্টসের আয়োজনে   আগামী   বুধবার   (০৬   মার্চ)   থেকে   শুরু   হতে   যাচ্ছে   ‘ওয়ালটন   অষ্টম মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৪।’ পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোরে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৯ মার্চ পর্যন্ত।

প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ বুধবার দুপুরে অলিম্পিক ভবনের ডাচ্বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল   ইসলাম   মিলটন,   সিনিয়র   ডেপুটি   অপারেটিভ   ডিরেক্টর   মেহরাব   হোসেন আসিফ ও কুইন অব হার্টসের ব্যবস্থাপনা পরিচালক বোরহান আজাদ।

সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের এই প্রতিযোগিতা পুরুষ একক, পুরুষ দ্বৈত, নারী একক, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত ছাড়াও স্পেশাল দুটি ক্যাটাগোরি থাকবে। যেখানে অভিনেতা   ও   অভিনেত্রীরা   অংশ   নিবেন   পুরুষ   একক   ও   নারী   এককে।   মোট   সাতটি ক্যাটাগোরিতে   ৩০টি   মিডিয়া   হাউজের   দুই   শতাধিক   মিডিয়াকর্মী   অংশ নিবেন।   প্রতিযোগিতার   প্রাইজমানি   থাকছে   ১   লাখ   টাকা।

এছাড়াও   ওয়ালটনের আকর্ষণীয় পুরস্কার তো থাকছেই।সর্বমোট   ২০  জনকে  ১  লাখ  টাকা  প্রাইজমানি  দেওয়া  হবে।  তার  মধ্যে  প্রতিটি ক্যাটাগোরির   চ্যাম্পিয়নরা   পাবেন   ৮   হাজার   টাকা   প্রাইজমানি,   সঙ্গে   ওয়ালটনের প্রেসার   কুকার।   আর   রানার্স-আপরা   পাবেন   ৪   হাজার   টাকা   প্রাইজমানি,   সঙ্গে ওয়ালটনের রুটি মেকার।

 

একুশে সংবাদ/এস কে

Link copied!