AB Bank
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জকোভিচকে ইতিহাসের সেরা খেলোয়াড় বললেন নাদাল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৪৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
জকোভিচকে ইতিহাসের সেরা খেলোয়াড় বললেন নাদাল

টেনিসে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী নোভাক জকোভিচকে ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করলেন রাফায়েল নাদাল।স্প্যানিশ অনলাইন মিডিয়া এল অবজেকটিভ ডে লা সেকটাতে দেয়া এক সাক্ষাতকারে যখন নাদালকে প্রশ্ন করা হয়েছিল, ‘কে সেরা?’ তখন নাদাল অকপটেই স্বীকার করেছেন, ‘পরিসংখ্যান সব বলে দিচ্ছে, হ্যাঁ আমার কাছেও ইতিহাসের সেরা খেলোয়াড়ই জকোভিচই।’

স্প্যানিশ তারকা নাদালের ২২ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ছাড়িয়ে জকোভিচ সর্বোচ্চ ২৪টি শিরোপা জয় করেছেন। এত বড় সাফল্য সত্বেও বিশ্বের এক নম্বর এই সার্বিয়ান তার কোর্টের বাইরের বিতর্ক নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়েছেন। এ সম্পর্কে নাদাল বলেন, ‘যে ধরনের ইমেজ তাকে নিয়ে রচিত হয়েছে প্রকৃত সত্য আসলে তা নয়। আমি মনে করি সে একজন ভাল মানুষ। কিছু কিছু হতাশাজনক মুহূর্ত সকলেরই আসে। নোভাক হয়তো হতাশার থেকে কখনো কোন ম্যাচে র‌্যাকেট ভেঙ্গেছেন। কিন্তু তার পরমুহূর্তেই আবারো সে ম্যাচে ফিরে এসে শতভাগ দেবার চেষ্টা করেছে। একজন খেলোয়াড়ের এই গুন আমি অন্য কারো মধ্যে দেখিনি।’

৩৭ বছর বয়সী নাদাল বর্তমান ইনজুরির সাথে লড়াই করছেন। কোমরের ইনজুরির কারনে ২০২৩ সালের প্রায় পুরোটাই কোর্টের বাইরে ছিলেন। গত মাসে আবারো ইনজুরিতে পড়ে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি। ক্যারিয়ারের শেষ সময়ে এসে স্বদেশী উঠতি তারকা কার্লোস আলকারাজের ভূয়শী প্রশংসা করেছেন নাদাল। ইতোমধ্যেই মাত্র ২০ বছর বয়সী আলকারাজ দুটি গ্র্যান্ড স্ল্যামে শিরোপা জিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেছিলেন। নাদাল বলেন ‘কার্লোস একজন অসাধারণ খেলোয়াড়। একজন পরিপূর্ণ টেনিস খেলোয়াড়ের সব গুন তার মধ্যে আছে। এই বয়সে তার মধ্যে কোন ধরনের দূর্বলতা আমি দেখতে পাইনি। দুর্দান্ত একটি ক্যারিয়ারের সব ধরনের গুনাবলী তার মধ্যে আছে।’

 

একুশে সংবাদ/এস কে

Link copied!