AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিরাটের অনুপস্থিতি নিয়ে আপডেট দিল বিসিসিআই


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৩৮ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৪

বিরাটের অনুপস্থিতি নিয়ে আপডেট দিল বিসিসিআই

দীর্ঘদিন ধরেই বিরাট কোহলির ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অনুপস্থিতিকে ঘিরে উঠছিল প্রশ্ন। প্রাক্তন তারকা থেকে শুরু করে ক্রিকেটপ্রেমী সকলেই নিজেদের মত প্রকাশ করেছিলেন এই সম্পর্কে। অনেকের দাবি বিরাট একটু বিশ্রাম নিতে চান বলে ছুটি নিয়েছেন। আবার অনেকে এটাও দাবি করেন যে ফের দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন বলেই নিজের পরিবারকে সময় দিতে চান। তার উপর এবি ডিভিলিয়ার্সের নিজেই ইউটিউব চ্যানেল থেকে করে থাকা মন্তব্য উসকে দিয়েছিল এই জল্পনাকে। যদিও পরে তিনি স্বীকার করেছিলেন যে এই খবর সম্পূর্ণ মিথ্যে।

যদিও বিরাটের অনুপস্থিত থাকার কথা ছিল প্রথম দুটি টেস্টে। কিন্তু এবার তিনি বিসিসিআইকে জানিয়ে দিলেন যে সিরিজের বাকি তিনটি ম্যাচও তিনি খেলবেন না। অর্থাৎ রাজকোট, রাঁচি ও ধরমশালাতে দেখা যাবে না কোহলিকে। এই প্রথমবার নিজের অভিষেকের পর বিরাট দেশের মাটিতে কোনও টেস্ট সিরিজ খেলছেন না। তিনি বোর্ডকে শুক্রবার, অর্থাৎ ৯ ফেব্রুয়ারি, জানিয়ে দিয়েছেন যে সিরিজের বাকি ম্যাচগুলি তিনি খেলতে পারবেন না। জানা গিয়েছে, সেদিন নির্বাচকরা ভার্চুয়ালি বৈঠক করেন আগামী তিনটি ম্যাচের দল গঠন নিয়ে।

এরপরই বিসিসিআইয়ের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয় বিরাট কোহলির সিরিজের বাকি ম্যাচ না খেলা নিয়ে। তাতে বলা হয়েছে, ‍‍`সিরিজের অন্তিম তিনটি ম্যাচ বিরাট খেলবেন না। কিছু ব্যক্তিগত কারণের জন্য ওর কাছে তা সম্ভব হয়ে উঠবে না। বোর্ড সম্পূর্ণভাবে সম্মান জানাচ্ছে এবং সমর্থন করছে ওর এই সিদ্ধান্তকে।‍‍`

প্রসঙ্গত, এর আগেও এই বিষয়ে বিসিসিআইয়ের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছিল। তাতে বলা হয়েছিল, ‍‍`বিসিসিআই পুরোপুরিভাবে সমর্থন জানাচ্ছে বিরাট কোহলির এই সিদ্ধান্তকে। এছাড়া বোর্ড ও টিম ম্যানেজমেন্ট দুজনেই বিরাটের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে এবং আশ্বাস রেখেছে দলের বাকি ক্রিকেটারদের উপর যে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো পারফর্ম করে দেখাতে পারবে।‍‍`

এবার দেখার বিষয় কিং কোহলি ছাড়া সিরিজ জিততে পারে কিনা টিম ইন্ডিয়া। রোহিত শর্মারা কি পারবে বাকি তিনটি ম্যাচ জিততে? তা জানা যাবে আর কিছুদিনের মধ্যেই। পরবর্তী ম্যাচ রয়েছে চলতি মাসের ১৫ তারিখে। রাজকোটে মুখোমুখি হবে দুই দল।
একুশে সংবাদ/এস কে 

Link copied!