দশম বিপিএলে বাঁচা-মরার লড়াইয়ে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। আসরে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটিতে জিততেই হবে সিলেটকে। অন্যদিকে, দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে স্বস্তিতেই রয়েছে এনামুল হকের দল।এমন ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ১৫৩ রান করেছে খুলনা টাইগার্স।
বিজয় ৬৭,হাবিবুর রহমান ৪৭ ও আফিফ ২৪ রান করেন।সিলেটের হয়ে সানজামুল, প্যাটেল ও বেনি ১টি করে উইকেট তুলে নেয়।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ২৫তম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট-খুলনা। ম্যাচটি শুরু হয় দুপুর দুইটায়। খেলা দেখাবে টি-স্পোর্টস।এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা অধিনায়ক এনামুল হক।ম্যাচটিতে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে সিলেট। নাঈমের পরিবর্তে একাদশে ফিরেছেন সানজামুল। অন্যদিকে তিন বিদেশির সঙ্গে দুই দেশি খেলোয়াড় বদলি করে খুলনা।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), জাকির হাসান (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, আরিফুল হক, রায়ান বার্ল, হ্যারি টেক্টর, সামিত প্যাটেল, সানজামুল ইসলাম, রেজাউর রহমান রাজা ও বেনি হা্ওয়েল।
খুলনা একাদশ: এনামুল হক (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, সুমন খান, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান, নাহিদুল ইসলাম, মার্ক দেয়াল, কাসুন রাজিথা, রুবেল হোসেন ও নাসুম আহমেদ।
একুশে সংবাদ/এস কে