ইউরোপের শীর্ষ দলগুলোর বাইরে সৌদি পেশাদার লিগের ক্লাব আল শাবাব ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলরক্ষক ডেভিড ডি গিয়ার প্রতি আগ্রহ দেখিয়েছে। একটি সূত্র ইএসপিএনকে এই তথ্য নিশ্চিত করেছে।
গত গ্রীষ্মে ওল্ড ট্রাফোর্ড ছাড়ার পর ডি গিয়া এখনো পর্যন্ত ক্লাব বিহীন রয়েছে। গত সাত মাসে অনেক প্রস্তাব পাওয়া সত্তে¡ও এখনো তিনি ফ্রি এজেন্ট হিসেবেই রয়েছেন। স্প্যানিশ জাতীয় দলের এই গোলরক্ষক গত গ্রীষ্মে সৌদি পেশাদার লিগের প্রস্তাব নাকচ করে দিয়ছিলেন। কিন্তু তারপর থেকে আল শাবাবের সাথে আলোচনা অব্যাহত রেখেছেন।
৩৩ বছর বয়সী ডি গিয়া চুক্তি নবায়নে ব্যর্থ হয়ে ১২ বছরের সম্পর্ক শেষে ইউনাইটেড ছাড়েন। কোচ এরিক টেন হাগ দলের এক নম্বর গোলরক্ষক হিসেবে আন্দ্রে ওনানাকে দলে আনার পর ডি গিয়াকে বেতন কমিয়ে চুক্তি নবায়নের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু ডি গিয়া সেই প্রস্তাব গ্রহণ করেননি। সৌদি প্রিমিয়ার লিগ(এসপিএল) টেবিলের ১১তম স্থানে থাকা আল শাবাব এ মাসে কোচ হিসেবে হোসে মরিনহোর প্রতি আগ্রহ দেখিয়েছে। একইসাথে নিউক্যাসল ইউনাইটেড থেকে মিগুয়ল আলমিরনকে দলে ভিড়িয়েছে। সূত্রমতে ডি গিয়ার ইচ্ছা ইউরোপে আবারো ক্যারিয়ার শুরু করা। কিন্তু এসপিএল দলে যোগ দেবার বিষয়টিও উড়িয়ে দেননি।
এদিকে আরো একটি সূত্র জানিয়েছেন আল শাবাব ফুলহ্যাম মিডফিল্ডার আন্দ্রেস পেরেইরার প্রতিও আগ্রহ দেখিয়েছে। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার ২০২২ সালে ইউনাইটেড থেকে ১০ মিলিয়ন পাউন্ডে ক্রাভেন কটেজে যাবার পর গত ১৮ মাস নিজেকে দারুনভাবে প্রমান করেছেন। এবারের মৌসুমে তিনি চারটি এ্যাসিস্ট করেছেন। ২০২৬ সাল পর্যন্ত ফুলহ্যামের সাথে পেরেইরার চুক্তির মেয়াদ রয়েছে। সাথে এক বছর চুক্তি বাড়ানোর শর্তও রয়েছে। ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারের চুক্তি শেষের সময় প্রত্যাশিত মাত্রায় বেতন বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :