মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন রোধে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের নির্দেশনায় উপজেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সাফল্য অর্জন করেছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, গত এক বছরে উপজেলা প্রশাসন নানা কার্যকরী উদ্যোগ বাস্তবায়ন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: মামলা, জরিমানা, বালু জব্দ, মোবাইল কোর্ট, অভিযান, বিভিন্ন দপ্তরে চিঠি প্রেরণ, চিহ্নিত স্থানে লাল পতাকা স্থাপন, বাঁশের ব্যারিকেডের মাধ্যমে বালু সরবরাহের রাস্তা বন্ধ এবং মুচলেকা গ্রহণ।
উপজেলা প্রশাসনের তথ্যে জানা যায়, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে উত্তোলন করা ৭১,৭৮৫ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। একই সঙ্গে আদায় করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা, দায়ের করা হয়েছে ৬টি মামলা, পরিচালিত ১৫টি অভিযান, ৭টি মোবাইল কোর্ট এবং একজনের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন জানান, “শ্রীমঙ্গলে ইজারাবিহীন বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে আমরা শ্রীমঙ্গল এলাকায় নিরলসভাবে অভিযান চালাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। আজ (৩০ আগস্ট) শ্রীমঙ্গল শহরতলীর শাহীবাগ এলাকার একটি ছড়া থেকে অবৈধভাবে উত্তোলন করা প্রায় দেড়শ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। তবে বালু উত্তোলনকারীরা সেখানে উপস্থিত না থাকার কারণে জরিমানা করতে পারিনি। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যিনি কেউই পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিনষ্ট করলে ছাড় পাবেন না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে, শনিবার (৩০ আগস্ট) দুপুরে স্থানীয় একটি ছড়া থেকে বালু উত্তোলন করতে গিয়ে স্থানীয় জনগণের প্রতিবাদের মুখে পড়ে পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ ও যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান। পরে ইউএনও মোঃ ইসলাম উদ্দিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে উত্তোলিত প্রায় দেড়শ ঘনফুট বালু জব্দ করে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকনসহ থানা পুলিশের একটি টিম।
পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ বলেন, “আমি বালুর ব্যবসা করি না এবং আগে কখনও জড়িত ছিলাম না। যুগ্ম আহ্বায়কও শুধুমাত্র সাংগঠনিক কাজে আমার কাছে এসেছিলেন। আজ শ্রমিকরা রাস্তা মেরামতের জন্য অল্প বালু তুলছিল। আমরা সেটি দেখতে গিয়েছিলাম। কয়েকজন ব্যক্তি বাধা দেয়ায় বিষয়টি বড়ভাবে প্রকাশিত হয়েছে।”
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন বলেন, “অভিযান চালিয়ে ১০০–১৫০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে