AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদক নেয়ার অভিযোগে নিষিদ্ধ দুই ক্রিকেটার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৪৬ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৪
মাদক নেয়ার অভিযোগে নিষিদ্ধ দুই ক্রিকেটার

মাদক নেয়ার অভিযোগ সব ধরনের ক্রিকেটে চার মাস নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের দুই ক্রিকেটার। তারা হলেন- ওয়েসলি মাধেবেরে ও ব্র্যান্ডন মাভুতা।এই দুজন যে নিষিদ্ধ হয়েছেন সে কথা জানা গিয়েছিল আগেই। তবে জানা ছিল না নিষেধাজ্ঞার সময়সীমা। অবশেষে দুই ক্রিকেটারকে চার মাস নিষিদ্ধ করা হয়েছে। 

বৃহস্পতিবার মাধেভেরে ও মাভুতাকে শাস্তি দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। বুধবার ডিসিপ্লিনারি শুনানিতে মাদক ব্যবহারের বিষয়টি তারা স্বীকার করে নিয়েছেন।

জানা গেছে, তাদের দুজনের থেকে তিন মাসের বেতনের ৫০ শতাংশ কেটে নেয়া হবে জরিমানা হিসেবে। এটা কার্যকরী হয়েছে ২০২৪ সালের জানুয়ারি থেকে।

জিম্বাবুয়ের ক্রিকেট এক বিবৃতিতে বলেছে, ‘জেডসি মাদক ও মাদক নেয়ার প্রতি জেডসি বিন্দুমাত্র বরদাশত করবে না। ডিসিপ্লিনারি কমিটি বিবেচনা করেছে যে মাদক নেয়া মারাত্মক অপরাধ। দুই ক্রিকেটার যে নিয়ম ভেঙেছেন তাতে সংগঠন ও খেলার প্রতি দুর্নাম হয়েছে। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কমিটি বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়েছেন। দুই খেলোয়াড়ই অনুশোচনা করছেন ও এরই মধ্যে তাদের অভ্যাস দূর করার পেছনে কাজ করছেন।’

এর আগে গত ডিসেম্বরে বিনোদনমূলক নিষিদ্ধ ওষুধ নিয়ে ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন মাভুতা ও মাধেভেরে।

একুশে সংবাদ/এস কে 

Link copied!