AB Bank
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘটনাবহুল ২০২৩- সৌদি ট্রান্সফার, সিটির ট্রেবল জয়, মেসির ব্যালন ডি’অর, নারী বিশ্বকাপ কেলেঙ্কারী


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৩৭ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৩
ঘটনাবহুল ২০২৩- সৌদি ট্রান্সফার, সিটির ট্রেবল জয়, মেসির ব্যালন ডি’অর, নারী বিশ্বকাপ কেলেঙ্কারী

বিশ্ব ফুটবলের জন্য ২০২৩ বছরটা ছিল সত্যিই ঘটনাবহুল। বছর শেষে ট্রান্সফার নিয়ে আলোচনার ক্ষেত্র প্রায় প্রতি বছরই তৈরী হয়। কিন্তু এবার তাতে ভিন্নমাত্রা দিয়েছে সৌদি পেশাদার লিগের আকস্মিক উত্থান। হঠাৎ করেই ইউরোপীয়ান শীর্ষ ক্লাব ছেড়ে তারকারা লোভনীয় প্রস্তাবে মরুর দেশে পাড়ি জমিয়েছেন, যার পথ তৈরী করে দিয়েছিলেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এরপর লিওনেল মেসিও ইউরোপ ছেড়ে ফুটবলকে উপভোগের লক্ষ্য হিসেবে মেজর লিগ সকারের ইন্টার মিয়ামিকে বেছে নেন।

পুরুষ ফুটবলে ট্রান্সফার নিয়ে বছরজুড়ে আলোচনার বাইরে নারী ফুটবলেও এটি ছিল স্মরনীয় এক বছর। স্পেনের বিশ্বকাপ শিরোপা জয়ের  ঘটনা অনেকটাই ¤øান হয়ে যায় দেশটির ফুটবল প্রধান লুইস রুবিয়ালেসের চুমু কান্ডে।

এছাড়া ম্যানচেস্টার সিটির প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাসহ ট্রেবল জয়, মেসির রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জয়, ঘরোয়া সূচির  বাইরে ফিফা ও উয়েফার ব্যস্ত আন্তর্জাতিক সূচিতে খেলোয়াড়দের মধ্যে পরিশ্রান্ত ভাব চলে আসা, ইনজুরির তালিকা দীর্ঘ হওয়া- সব মিলিয়ে ফুটবলের বেশ কিছু ঘটনায় সাম্প্রতিক সময়ের অন্যতম একটি স্মরণীয় বছর হিসেবে ইতোমধ্যেই বিবেচিত হচ্ছে ২০২৩ সাল।

২০২৩ সালে বিশ্ব ফুটবলের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত :

ক্রিস্টিয়ানো রোনাল্ডোর প্রভাব :

২০২২ সালের নতুন বছরের আগে ম্যানচেস্টার ইউনাইটেড ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সাথে চুক্তি বাতিল করার কারনে ক্লাববিহীন হয়ে পড়েছিলেন পর্তুগীজ সুপারস্টার। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানের সাথে খোলামেলা এক সাক্ষাতকারে ইউনাইটেডকে নিয়ে বিরুপ মন্তব্য করেছিলেন রোনাল্ডো। যেখানে কোচ এরিক টেন হাগ ও ক্লাবের পরিচালনা পর্ষদ নিয়েও সমালোচনা করেছিলেন পর্তুগীজ সুপারস্টার। আর এতেই তার বিদায় নিশ্চিত হয়।

ইউনাইটেড ছাড়ার পর ইউরোপীয়ান অন্যান্য ক্লাবগুলো রোনাল্ডোর বেতনের সাথে আপোষ করতে পারেনি, যে কারনে সৌদি পেশাদার লিগে যাওয়াটা অনুমেয় ছিল। ২০২৩ সালের ১ জানুয়ারি আল নাসরে যোগ দিয়ে রোনাল্ডো ট্রান্সফার মার্কেটে সবচেয়ে বড় সংবাদটি দেন। সৌদির ক্লাবটির সাথে মূল বেতন ৫০ মিলিয়ন ইউরোর সাথে পৃষ্ঠপোষক ও আরো অন্যান্য বোনাস মিলিয়ে আরো ২০০ মিলিয়ন ইউরো যোগ হয়।

রোনাল্ডোর এই পথ সৌদি লিগে যোগদান গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে যথেষ্ঠ প্রভাব পড়েছে। তার পথ ধরে একে একে মধ্যপ্রাচ্যে পাড়ি জমিয়েছেন নেইমার, করিম বেনজেমা, এন’গোলে কান্তে, সাদিও মানে, রুবেন নেভেস, রিয়াদ মাহরেজ, রবার্তো ফিরমিনো, অমারিক লাপোর্তে, জর্ডান হেন্ডারসনের মত তারকারা।

 

লিওনেল মেসির জন্য সফল একটি বছর :  

২০২২ সালের ডিসেম্বরে লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে। কিন্তু মেসির এই সাফল্য এখানেই থেমে থাকেনি। যদিও ২০২৩ সালের শুরুটা কিছুটা খারাপ হয়েছিল। সমর্থকদের তোপের মুখে লিগ ওয়ানের শেষ ম্যাচ শেষে হতাশা নিয়েই পিএসজি থেকে বিদায় নিয়েছেন মেসি। এরপর তিনি ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লেখান। মিয়ামিতে গিয়েই বেকহ্যামের দলকে লিগ কাপের শিরোপা উপহার দিয়েছেন। বিশ্বকাপের সাফল্যে রেকর্ড অষ্টমবারের মত ব্যালন ডি’অর ট্রফি জয় করেছেন। ইন্টার মিয়ামিতে তার সাথে আরো যোগ দিয়েছেন বার্সেলোনার সাবেক সতীর্থ জোর্দি আলবা, সার্জিও বাসকুয়েটস। এ বছর মেসি আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের পাশাপাশি লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারও জয় করেছেন।

 

এইতানা বোনমাতি, নারী ফুটবলের নতুন তারকা :

স্পেন ও বার্সেলোনা নারী ফুটবলে নতুন তারকা হিসেবে খুঁজে পেয়েছে এইতানা বোনমাতিকে। এ্যালেক্সিয়া পুতেলাসকে হটিয়ে নিজেকে লাইমলাইটে নিয়ে এসেছে বোনমাতি। ইনজুরি ও ফর্মহীনতার কারনে পুতেলানের বছরটা মোটেই ভাল কাটেনি। এই সুযোগ বার্সেলোনার তারকা মিডফিল্ডার বোনমাতি ২০২৩ নারী বিশ্বকাপে নিজেকে মূল তারকাতে পরিনত করেন।

বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচে কোস্ট রিকার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে তিনি দ্বিতীয় গোলটি করেছিলেন। কোয়ার্টার ফাইনালের পথে সুইজারল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলের জয়ের ম্যাচটিতে বোনমাতি দুই গোল করা ছাড়াও দুটি এ্যাসিস্ট করেছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল এ্যাওয়ার্ডও জয় করেন।

বার্সেলোনার হয়ে বোনমাতি প্রিমিয়ার ডিভিশন, নারী চ্যাম্পিয়ন লিগ, সুপারকোপা ডি এস্পানা শিরোপা জয় করেছেন। নারী বিভাগে ব্যালন ডি’অর ট্রফি পেয়েছেন, উয়েফা বর্ষসেরা নারী খেলোয়াড় ও চ্যাম্পিয়ন্স লিগে সেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেছেন।

একুশে সংবাদ/এস কে

 

 

 

Link copied!