AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

ইউনাইটেডের সংবাদ সম্মেলনে চার গণমাধ্যম নিষিদ্ধ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৩৬ পিএম, ৬ ডিসেম্বর, ২০২৩
ইউনাইটেডের সংবাদ সম্মেলনে চার গণমাধ্যম নিষিদ্ধ

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে আজ রাতে ম্যাচকে সামনে রেখে গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের সংবাদ সম্মেলনে চার গণমাধ্যমকে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।

ইউনাইটেডের দাবী ক্লাবকে ঘিড়ে এই চারটি সংবাদ মাধ্যমে বারবার নেতিবাচক সংবাদ প্রচার করেছে।

স্কাই, ইএসপিএন, ম্যানচেস্টার ইভিনিং নিউজ ও দ্য মিররের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই চারটি সংবাদ মাধ্যমই রিপোর্ট করেছে ডাচম্যান এরিক টেন হাগের উপর ইউনাইটেডের বেশ কিছু খেলোয়াড় মোটেই সন্তুষ্ট নয়

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা বেশ কিছু সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। তাদের ছাপানো রিপোর্ট আমাদের পছন্দ হয়নি, বিষয়টি মূলত সেটা নয়। কিন্তু আমাদের সাথে কোন ধরনের যোগাযোগ না করে, আমাদের কিছু বলার সুযোগ, চ্যালেঞ্জ না দিয়ে তারা এটা করতে পারেনা। আমাদের বিশ্বাস নিজেদের প্রতিরোধ করাটা গুরুত্বপূর্ণ। আশা করছি এর মাধ্যমে ক্লাবের ঐক্য বজায় থাকবে।’

সংবাদ সম্মেলনে টেন হাগ বলেছেন, ‘তাদের প্রথমে আমাদের কাছে আসা উচিত ছিল। আমাদের নিয়ে রিপোর্ট ছাপানোর আগে অন্যদের কাছে দৌঁড়াদৌড়ি করা ঠিক হয়নি। খেলোয়াড়দের মধ্যে যদি ভিন্নমত থেকেও থাকে তবে অবশ্যই আমরা শুনবো। কিন্তু তারা সেটা আমাকে জানায়নি, কিংবা খেলোয়াড়রাও এ বিষয়ে জানেনা।’

একুশে সংবাদ/এস কে

Link copied!