AB Bank
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আশার কথা শোনালেন নাদাল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:১৩ পিএম, ১৪ অক্টোবর, ২০২৩
আশার কথা শোনালেন নাদাল

টেনিস বিশ্বের নিঃসন্দেহে অন্যতম বড় তারকা রাফায়েল নাদাল। স্প্যানিশ তারকা বেশ কয়েকদিন কোর্টের বাইরে রয়েছেন। সমস্যা চোটের। এই বছরেই অস্ট্রেলিয়ান ওপেনে চোট পান তিনি। তারপর থেকে দীর্ঘদিন কোটের বাইরে রয়েছেন তিনি। 

 

কবে কোর্টে ফিরবেন সেই নিয়ে কোন আভাস তিনি দেননি। তবে ২০২৪ সাল যে তাঁর প্রফেশনাল কেরিয়ারে শেষ বছর হতে চলেছে তা নিশ্চিত করে দিয়েছেন তিনি। এমন আবহে তাঁকে নিয়ে কিছুটা আশার বানী শোনালেন অস্ট্রেলিয়ান ওপেনের টু্র্নামেন্ট ডিরেক্টর ক্রেগ টাইলি। তাঁর মতে ২০২৪ অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই গ্রান্ড স্ল্যামে ফিরতে চলেছেন রাফায়েল নাদাল। টাইলির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে ধন্যবাদ জানিয়ে তিনি জানিয়েছেন তাঁর কঠোর অনুশীলন করার কথাও।


অস্ট্রেলিয়ান ওপেনে দুইবারের চ্যাম্পিয়ন নাদাল। তিনি সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন রোঁলা গারোঁতে। ২২টি গ্র্যান্ড স্ল্যামের সর্বশেষটিও প্রিয় এই আঙিনাতেই জিতেছেন ২০২২ সালে। বর্তমানে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম খেতাব রয়েছে সার্বিয়ার নোভাক জকোভিচের। তাঁর ঝুলিতে রয়েছে ২৪টি গ্রান্ড স্ল্যাম। সামনের বছরে কোর্টে ফিরলে নাদাল অন্ততপক্ষে নোভাক জকোভিচকের নজির স্পর্শ করার চেষ্টা অবশ্যই করবেন।

 

প্রসঙ্গত গত অস্ট্রেলিয়ান ওপেনে চোটের কবলে পড়েন রাফায়েল নাদাল। এরপর জুনে হয়েছে তাঁর অস্ত্রোপচার। অবস্থা এখন উন্নতির দিকে। ফলে তিনি শুরু করেছেন অনুশীলন। আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই এই স্প্যানিশ তারকা গ্র্যান্ড স্ল্যামের আঙিনায় ফিরবেন বলে মনে করেন টুর্নামেন্টের ডিরেক্টর ক্রেগ টাইলি। টাইলি জানিয়েছেন পাশাপাশি মাতৃত্বকালীন বিরতি থেকে গ্র্যান্ড স্ল্যামে ফেরার পরিকল্পনা করছেন মেয়েদের প্রাক্তন চ্যাম্পিয়ন নাওমি ওসাকা, আঞ্জেলিক কার্বার এবং ক্যারোলিন ওজনিয়াকি। উল্লেখ্য গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে হেরে যান নাদাল। ওই হেরে যাওয়া ম্যাচে পশ্চাদদেশে চোট পেয়েছিলেন নাদাল। ৩৭ বছর বয়সী এই তারকা পরিকল্পনা করছেন ২০২৪ সালেই কেরিয়ারের ইতি টানতে।

 

আর সেই কারণেই ১৯ বছরের মধ্যে এবারই প্রথম ফরাসি ওপেনের প্রিয় রোঁলা গারোঁয় খেলতে পারেননি নাদাল। আর এই কোর্টেই রেকর্ড ১৪ বার শিরোপা জিতেছেন নাদাল। টাইলি বলেছেন ‍‍`আমরা নিশ্চিত করেই বলতে পারি, নাদাল ফিরবে। ও বছরের অধিকাংশ সময় কোর্টের বাইরে রয়েছে। তবে গত কয়েকদিন ধরে ওর সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি ও ফিরবেই। ২০২২ আসরের চ্যাম্পিয়নের ফেরার সম্ভাবনায় আমরা সত্যিই রোমাঞ্চিত। দুর্দান্ত ব্যাপার।‍‍`

 

টাইলির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নাদাল এক্সে লিখেছেন, ‘আমি ধন্যবাদ জানাচ্ছি অস্ট্রেলিয়ান ওপেনকে আমার উপর আস্থা,ভরসা রাখার জন্য। আমি প্রতিদিন অনুশীলন করছি। আমি কঠোর পরিশ্রম করছি যাতে করে আমি দ্রুত ফিরে আসতে পারি।’ নাদালের মুখপাত্র বেনিটো পেরেস-বারবাদিয়ো তাঁর অনুশীলনে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোর্টে ফেরার নির্দিষ্ট কোনও দিনক্ষণ, সূচি বা টুর্নামেন্টের কথা তাঁরা জানাতে পারেননি।

একুশে সংবাদ/স ক 

Link copied!