AB Bank
ঢাকা বুধবার, ২২ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাবর সাম্রাজ্যের পতন, অধিনায়কত্ব হারাতে পারেন পাক অধিনায়ক


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:৩৮ পিএম, ১৪ অক্টোবর, ২০২৩
বাবর সাম্রাজ্যের পতন, অধিনায়কত্ব হারাতে পারেন পাক অধিনায়ক

বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই বরাবরই হাইভোল্টেজ মর্যাদা পেয়ে থাকে। যদিও ওয়ানডে ফরম্যাটের আসরে ভারতের বিপক্ষে এখনও কোনো জয় নেই পাকিস্তানের। আরও একবার মুখোমুখি হতে যাচ্ছে দুদল। এবার কি হারের গেড়ো খুলতে পারবে ইমরান খানদের উত্তরসূরিরা?

 

শনিবার (১৪ অক্টোবর) পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। তার আগে নেতৃত্বের দায়িত্ব নিয়ে মোটেই চিন্তিত নন পাকিস্তান দলপতি বাবর আজম। তিনি মনে করেন, এতে হারলেও তার নেতৃত্ব চলে যাবে না।

 

ভারত ম্যাচকে সামনে রেখে বাবর বলেন, ‘আমরা ভারতকে আগে হারিয়েছি। এখনও হারাব বলে আত্মবিশ্বাসী। মনে হয় না যে, এই ম্যাচের ফলের সঙ্গে আমার নেতৃত্ব হারানোর কোনো সম্পর্ক রয়েছে। এক ম্যাচের জন্য আমাকে দায়িত্ব দেয়া হয়নি।’

 

এতকিছু না ভেবে পরিকল্পনা বাস্তবায়ন করতে চান বাবর। তিনি বলেন, ‘মূল লক্ষ্য হচ্ছে পরিকল্পনা বাস্তবায়ন করা। আহমেদাবাদ অনেক বড় স্টেডিয়াম। অনেক সমর্থক আছে। এখানে জিতে হিরো বনে যাওয়ার সুবর্ণ সুযোগ আমাদের সামনে।’

 

বাবর আরও যোগ করেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ অনেক উত্তেজনাপূর্ণ। তাদের (প্লেয়ার) বলেছি, যেন নিজের সবটা উজার করে দেয়। যেটা করছে, সেটা করে যাওয়া উচিত। ওটাই প্লেয়ার ও দল হিসেবে আমাদের বিশ্বাস।’

 


একুশে সংবাদ/স.টি/না.স

Link copied!