নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মিরপুরে লড়ছে বাংলাদেশ। যেখানে শরিফুলের তোপে পরপর দুই বলে ২ উইকেট হারায় কিউইরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৯.৩ ওভারে দুই উইকেটে ৫০ রান। আগে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে মাত্র ১৭১ রানে অল আউট হয়েছে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের হয়ে রান তাড়া করতে নামেন ফিন অ্যালেন ও উইল ইয়ং। উদ্বোধনী জুটিতে দুজনে যোগ করেন ৪৯ রান। নবম ওভার পর্যন্ত নির্বিঘ্নেই দলকে এগিয়ে নেন তারা। এরপরই ছন্দপতন।
দশম ওভারে জোড়া আঘাত হানেন শরিফুল ইসলাম। ওভারের দ্বিতীয় বলে ২৮ রান করা অ্যালেনকে নাসুমের তালুবন্দী করেন তিনি। পরের বলেই বোল্ড করেছেন ডিন ফক্সক্রফটকে। এ পেসার জ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও অবশ্য তা হয়নি।
এর আগে,ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাফ-সেঞ্চুরির পরও নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩৪ দশমিক ৩ ওভারে ১৭১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন শান্ত।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :