বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বন্দরে ওয়ালটনের নতুন শোরুম ‘তাকওয়া ইলেকট্রনিক্স’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বিকেল ৪টায় এ শোরুমের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে সাইফ মাহমুদ জুয়েল বলেন, “স্থানীয় পর্যায়ে বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে ওয়ালটনের এই উদ্যোগ প্রশংসনীয়। এতে কর্মসংস্থান ও অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামুরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন। ওয়ালটনের পক্ষে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির আরএসএম আবু সাঈদ অনিক।
স্থানীয় জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন জামায়াতে ইসলামীর শোলক ইউনিয়নের সেক্রেটারি হাফেজ মোহাম্মদ মাঈন উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শোরুমটির মালিক মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ আবু হানিফ। এছাড়া স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :