AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

অস্ট্রেলিয়া দলে ফিরলেন কামিন্স-স্মিথ-ম্যাক্সওয়েল ও স্টার্ক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:১২ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
অস্ট্রেলিয়া দলে ফিরলেন কামিন্স-স্মিথ-ম্যাক্সওয়েল ও স্টার্ক

ভারত সফরে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলে ফিরলেন চার সিনিয়র খেলোয়াড় প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক। ইনজুরির কারনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তারা।

 

ভারত সিরিজে ১৮ সদস্যের দলকে নেতৃত্ব দিবেন কামিন্স। দলে সুযোগ হয়নি ট্রাভিস হেডের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি  সিরিজের চতুর্থ ম্যাচে বাঁ-হাত ভেঙ্গে যাওয়ায়  আগামী বিশ^কাপে হেডের খেলা অনিশ্চিয়তার মুখে পড়েছে।

 

হেড ছিটকে পড়লে বিশ^কাপ দলে সুযোগ পেতে পারেন ভারত সিরিজের দলে জায়গা পাওয়া ব্যাটার মার্নাস লাবুশেন।  বিশ^কাপ দলে না জায়গা না পাওয়া  তানভীর সাঙ্ঘা ও নাথান এলিসকেও ভারত সিরিজের জন্য বিবেচনা করা হয়েছে।

 

দলে নতুন মুখ হিসেবে আছেন ম্যাট শর্ট ও স্পেন্সার  জনসন। প্রথমবারের মত বাবা হবার জন্য ছুটি নিয়েছেন বিশ^কাপ দলে থাকা স্পিনার অ্যাস্টন আগার। দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে থাকলেও ভারতের বিপক্ষে দলে সুযোগ হয়নি টিম ডেভিড ও মাইকেল নেসারের।

 

আগামী ২২ সেপ্টেম্বর থেকে মোহালিতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৪ ও ২৭ সেপ্টেম্বর পরের দু’টি ওয়ানডে হবে ইন্দোর ও রাজকোটে।

 

অস্ট্রেলিয়া দল : প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গেøন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্ঘা, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক , মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ওএডাম জাম্পা।

 

একুশে সংবাদ/স ক 

Link copied!