AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চেলসি থেকে ধারে রোমায় গেলেন লুকাকু


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১২ পিএম, ৩১ আগস্ট, ২০২৩

চেলসি থেকে ধারে রোমায় গেলেন লুকাকু

এক বছরের ধারে চেলসি থেকে রোমায় খেলতে যাওয়া নিশ্চিত করেছেন রোমেলু লুকাকু। বুধবার রোমায় বেলজিয়ান এই তারকাকে নায়োকোচিত ভাবে স্বাগত জানায় রোমা সমর্থকরা।

 

রোমা যদিও এ ব্যপারে এখনো কোন আনুষ্ঠানিক ঘোষনা দেয়নি। কিন্তু সিরি-এ ক্লাব চুক্তির বিষয়টি সম্পন্ন হওয়া নিশ্চিত করেছে।

 

রোমের কিম্পনিয়ানো বিমানবন্দরে পৌঁছানোর পর লুকাকুকে স্বাগত জানায় হাজারো উচ্ছসিত সমর্থক। লুকাকুর আগমনে নতুন মৌসুমে রোমা নিজেদের এগিয়ে নিতে যেতে পারবে বলে সকলেই আশাবাদী।

 

ইতালিয়ান গণমাধ্যমের দাবী প্রায় ৬ মিলিয়ন ইউরোতে লুকাকুর সাথে ধারের চুক্তি সম্পন্ন করেছে রোমা। গত মৌসুমের শেষে হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়ার পর থেকেই ইতালিয়ান জায়ান্টরা একজন স্বীকৃত স্ট্রাইকারের খোঁজে ছিল। লুকাকু আসাতে তাদের সেই জায়গা পূরণ হলো।

 

রোমাতে যাবার জন্য লুকাকু তার বেতন প্রায় ১১ মিলিয়ন ইউরো কমিয়ে সাড়ে সাত মিলিয়নে নামিয়ে এনেছে। উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার প্লে আইনের অধীনে রোমাকে ট্রান্সফার মার্কেটে বেশ কিছু নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হয়েছে। এ কারনেই লুকাকু বেতন কমাতে বাধ্য হয়েছেন।

 

এ পর্যন্ত সিরি-এ মৌসুমে প্রথম দুই ম্যাচ থেকে রোমা মাত্র এক পয়েন্ট সংগ্রহ করেছে।

 

এদিকে চেলসি প্রায় পুরো গ্রীষ্মকালীন ট্রান্সফারেই লুকাকুকে স্থায়ীভাবে ছেড়ে দেবার চেষ্টা করেছে। ১১৫ মিলিয়ন ইউরোতে ইন্টার মিলান থেকে লুকাকুকে আনার পর থেকেই এই বেলজিয়ানের পারফরমেন্সে একদম খুশী হতে পারেনি বøুজরা। কিন্তু গত মৌসুমে ধারে খেলতে যাওয়া ইন্টারও শেষ পর্যন্ত লুকাকুকে স্থায়ীভাবে দলে নেয়নি। এর পিছনে অবশ্য লুকাকুর জুভেন্টাস ও আর্সেনালের সাথে গোপান আলোচনাকেই দায়ী করেছে ইন্টার।

 

একুশে সংবাদ/স ক 

Shwapno
Link copied!