AB Bank
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাউথ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের তিন স্বর্ণ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:৫২ পিএম, ২২ আগস্ট, ২০২৩
সাউথ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের তিন স্বর্ণ

ব্যাডমিন্টন এশিয়া আয়োজিত ‘ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়া (অনুর্ধ্ব-১৭, অনুর্ধ্ব-১৫) রিজিওনাল  জুনিয়র  চ্যাম্পিয়নশীপ ২০২৩’এ  দারুন নৈপুণ্য প্রদর্শন করে তিনটি স্বর্ণ পদক  জিতেছে বাংলাদেশ।


নেপালের কাঠমান্ডুতে আজ অনুষ্ঠিত বালক একক ফাইনালে (অনূর্ধ্ব-১৭) বাংলাদেশের এস এস এম সিফাত উল্লাহ শ্রীলংকার থিদাসা ওয়েরাঙ্গোদাকে হারিয়ে স্বর্ণপদক জয় করে।


বালক দ্বৈতে এস এস এম সিফাত উল্লাহ-রাজন মিয়া জুটি নেপালের কবির কেসি- অভয় মাহারা জুটিকে হারিয়ে স্বর্ণপদক অর্জন করে।


এ ছাড়া মিশ্র দ্বৈতে রাজন মিয়া-সিনথিয়া খানম প্রিয়ন্তি জুটি ব্রোঞ্জপদক অর্জন করে।
 

অনূর্ধ্ব-১৫  বালক এককে বাংলাদেশের  ওয়ালি উল্লাহ স্বদেশী  মোস্তাকিম হোসেন কে হারিয়ে স্বর্ণপদক অর্জন করে। মোস্তাকিম জয় করেন রৌপ্য।


এ ছাড়া বালক দ্বৈত ইভেন্টে বাংলাদেশের মোস্তাকিম হোসেন- ওয়ালি উল্লাহ জুটি জুটি রৌপ্যপদক অর্জন করে ।
 

বালিকা দ্বৈত ইভেন্ট ব্রোঞ্জপদক এবং মিশ্র দ্বৈত ইভেন্টে ২টি ব্রোঞ্জপদক অর্জন করে বাংলাদেশের শাটলাররা।  


উল্লেখ্য যে, টুর্নামেন্টে বাংলাদেশ, ভুটান, পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ ও স্বাগতিক নেপালসহ ছয়টি দল অংশ গ্রহণ করে।
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক এমন সাফল্যে পদক জয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তার প্রতিক্রিয়ায় বলেন, ব্যাডমিন্টন এশিয়ায় সাউথ এশিয়া (অনুর্ধ্ব-১৭, অনুর্ধ্ব-১৫ রিজিওনাল চ্যাম্পিয়নশীপে শাটলারদের স্বর্ণ পদক জয় বাংলাদেশের জন্য অনেক বড় এক প্রাপ্তি। ভবিষ্যতেও শাটলাররা দেশের জন্য এমন সাফল্য বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।


একুশে সংবাদ/স ক 

Link copied!