AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:০৫ পিএম, ৩১ মে, ২০২৩
সিলেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা। তবে হুট করেই কিউই বোর্ডের কর্তারা সিলেটে কেন? এমন প্রশ্নে সরগরম সামাজিক মাধ্যম।

 

জানা গেছে, চলতি বছর এশিয়া কাপ শেষে বাংলাদেশে আসার কথা রয়েছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। আর ওই সফরকে ঘিরেই সিলেটের ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে দেখছেন দেশটির বোর্ড কর্তারা।


আজ (৩১ মে) বাংলাদেশে আসার পর প্রথমেই সিলেটের হোটেল সুবিধা এবং পরবর্তীতে সেখানকার আন্তর্জাতিক স্টেডিয়াম ঘুরে দেখেন কিউই বোর্ড কর্তারা। এরপর স্টেডিয়ামের ড্রেসিংরুমসহ পাশে থাকা ইনডোর কিংবা আউটার স্টেডিয়ামেও চোখ বুলিয়ে নেন। এই সময় স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস উপস্থিত ছিলেন।

 

আসন্ন সিরিজ নিয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট তারিখ কিংবা ভেন্যু ঠিক না হলেও, এশিয়া কাপের পরই বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি হতে পারে। আর সেরকম হলে, এটি হবে বিশ্বকাপের আগমুহূর্তে দু’দলের শেষ প্রস্তুতি। সিরিজে তিন ওয়ানডের সঙ্গে দুটি টেস্ট ম্যাচ খেলারও কথা রয়েছে।

 

তবে ওয়ানডে ম্যাচগুলো বিশ্বকাপের আগে হলেও, টেস্ট হতে পারে মেগা টুর্নামেন্টটির পরে। ওই সিরিজের কয়েকটি ম্যাচ হতে পারে সিলেটে। সে কারণেই কিউই প্রতিনিধি দল মাঠ পর্যবেক্ষণে নেমেছেন। তবে দেশের অন্য স্টেডিয়ামে এর আগে খেলার অভিজ্ঞতা রয়েছে নিউজিল্যান্ডের।


বাংলাদেশের ক্রিকেটাররা এখন আফগানিস্তান সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী ১৪ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হবে দু’দল। এরপর দ্বিতীয় ভাগে জুলাইতে মাঠে গড়াবে তিন ওয়ানডে এবং দুটি টি-২০ সিরিজ। তবে এর মাঝে ভারতের সঙ্গে রশিদ খানদের সিরিজ না হলে, ওয়ানডে ও টি-২০ সিরিজের সূচিতে পরিবর্তন আসতে পারে।

 

একুশে সংবাদ.কম/সম   

Link copied!