AB Bank
ঢাকা সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

কোহলি-রোহিত-বাটলারদের টপকে সাতে আয়ারল্যান্ডের টেক্টর


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:১২ পিএম, ১৭ মে, ২০২৩
কোহলি-রোহিত-বাটলারদের টপকে সাতে আয়ারল্যান্ডের টেক্টর

ভারতের বিরাট কোহলি, রোহিত শর্মা, ইংল্যান্ডের জশ বাটলার ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কককে টপকে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিং তালিকায় সপ্তমস্থানে উঠে এসেছেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর।

 

সদ্য ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন টেক্টর। সিরিজে ১টি সেঞ্চুরিতে সর্বোচ্চ ২০৬ রান করেন টেক্টর। সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখান পান তিনি। ১১৩ বল খেলে ৭টি চার ও ১০টি ছক্কায় ১৪০ রান করেন টেক্টর। আয়ারল্যান্ডের পক্ষে ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা রেকর্ডও গড়েন তিনি।

 

দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে ৭২ রেটিং পেয়ে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে এখন টেক্টর। ৭২২ রেটিং নিয়ে সপ্তমস্থানে আছেন টেক্টর। ওয়ানডেতে আয়ারল্যান্ডের পক্ষে কোন ব্যাটারের এটিই সর্বোচ্চ রেটিং। এর আগে আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ রেটিং অর্জন করেছিলেন পল স্টার্লিং। ২০২১ সালের জুনে ৬৯৭ রেটিং অর্জন করেছিলেন  তিনি।

 

র‌্যাংকিংয়ে আরও উপরের দিকে উঠার সুযোগ থাকছে টেক্টরের। আগামী মাসে জিম্বাবুয়ের মাটিতে বিশ^কাপ বাছাই পর্ব খেলতে নামবে আয়ারল্যান্ড। সেখানেও পারফরমেন্সের ধারাবাহিকতা অভ্যাহত থাকলে র‌্যাংকিংয়ে উন্নতি হবে টেক্টরের।

 

বাংলাদেশের পক্ষে ব্যাটিং তালিকায় সেরা অবস্থানে আছেন মুশফিকুর রহিম। ৬৫৩ রেটিং নিয়ে ১৬তম স্থানে আছেন তিনি। ৮৮৬ রেটিং নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।  

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!