AB Bank
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টস জিতে ব্যাটিংয়ে আরসিবি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:০২ পিএম, ১ মে, ২০২৩
টস জিতে ব্যাটিংয়ে আরসিবি

আইপিএলে লখনউয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। আজ জিতলে ২ নম্বর থেকে পয়েন্ট তালিকার শীর্ষে চলে যাবেন লোকেশ রাহুলরা। আরসিবি জিতলে ষষ্ঠ দল হিসেবে ১০ পয়েন্ট নিশ্তিত করবে। গত বছরের আইপিএলে দুটি সাক্ষাতেই লখনউকে হারিয়েছিল আরসিবি। যদিও চলতি আইপিএলে বেঙ্গালুরু গিয়ে বিরাটদের বিরুদ্ধে শেষ বলে ১ উইকেটে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় সুপার জায়ান্টস।

 

টস জিতে ব্যাটিং নিয়েছে আরসিবি, নেতৃত্ব দিচ্ছেন ফাফ দু প্লেসি। লখনউয়ের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং আরসিবির, অনুষ্কার জন্মদিনে কোহলি বিরাট নজিরের মুখে লখনউ সুপার জায়ান্টস ৮ ম্যাচে ১০ পয়েন্টে দাঁড়িয়ে, নেট রান রেট ০.৮৪১। শীর্ষে থাকা গুজরাত টাইটান্স ৮ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে, হার্দিকদের দলের নেট রান রেট ০.৬৩৮। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে আরসিবি। জিতলে পাঁচে উঠে আসবে তারা।

 

স্টেডিয়ামের ঠিক মাঝের পিচে আজ খেলা হচ্ছে না। কালো মাটিতে তৈরি উইকেটের একদিকের বাউন্ডারি ৭২ মিটারের, অন্য প্রান্তের ৬৩ মিটারের। লো বাউন্স থাকতে পারে, ফলে খুব বেশি ছক্কা দেখা নাও যেতে পারে। ১৪৫ রানের বেশি উঠবে বলে মনে করছেন রোহন গাভাসকর। লো স্কোরিং হাড্ডাহাড্ডি ম্যাচ হতে পারে।

 

কমেন্ট্রি বক্স থেকে বিরাটদের দলে সুযোগ, ভারতীয় এই ক্রিকেটার আবার আইপিএলের আঙিনায় বিরাট কোহলির দিকে নজর থাকবে। তিনি আর ৪৩ রান করলে প্রথম ব্যাটার হিসেবে আইপিএলে ৭ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন। স্ত্রী অনুষ্কার জন্মদিনে তিনি এই মহাকীর্তি গড়তেই পারেন। আরসিবি আজ নামছে শক্তি বাড়িয়ে। এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলবেন জশ হ্যাজলউড। তিনি ডেভিড উইলির জায়গায় দলে এসেছেন। বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদকেও আজ দলের বাইরে রেখেছে আরসিবি। ব্যাটিং অর্ডারে উপরে এসেও ভরসা দিতে পারছিলেন না শাহবাজ। তাঁর জায়গায় খেলছেন অনুজ রাওয়াত। লখনউ সুপার জায়ান্টসে একটি পরিবর্তন হয়েছে।

 

আবেশ খানের জায়গায় দলে কৃষ্ণাপ্পা গৌতম। সনেট ক্লাবকে উচ্ছেদের নোটিশ, গুরুকুলকে বাঁচাতে উদ্যেগ নিলেন ঋষভ পন্থ উইকেট ক্রমে মন্থর হতে পারে আঁচ করেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বলে জানান আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি। যদিও লোকেশ রাহুলের ধারণা, উইকেটের চরিত্র খুব একটা বদলাবে না। এখানে আগে খেলার অভিজ্ঞতা থাকায় স্লো উইকেটে ব্যাটিংয়ের বিষয়ে মানিয়ে নিতে অসুবিধা হবে না, প্রতিপক্ষকে কম রানে বাঁধতে চাইছেন রাহুল।

 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, অনুজ রাওয়াত, গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুযশ প্রভুদেশাই, ওয়ানিন্দু হাসারঙ্গা, কর্ণ শর্মা, জশ হ্যাজলউড, মহম্মদ সিরাজ। পরিবর্ত- হর্ষল প্যাটেল, সোনু যাদব, বিজয়কুমার ভাইশাক, মাইকেল ব্রেসওয়েল, শাহবাজ আহমেদ। লখনউ সুপার জায়ান্টস- লোকেশ রাহুল (অধিনায়ক), কাইল মেয়ার্স, দীপক হুডা, মার্কাস স্টইনিস, ক্রুণাল পাণ্ডিয়া, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), কৃষ্ণাপ্পা গৌতম, নবীন উল হক, রবি বিষ্ণোই, অমিত মিশ্র, যশ ঠাকুর। পরিবর্ত- আয়ুষ বাদোনি, ড্যানিয়েল স্যামস, কুইন্টন ডি কক, প্রেরক মাঁকড়, আবেশ খান।

 

লখনউ সুপার জায়ান্টস- লোকেশ রাহুল (অধিনায়ক), কাইল মেয়ার্স, দীপক হুডা, মার্কাস স্টইনিস, ক্রুণাল পাণ্ডিয়া, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), কৃষ্ণাপ্পা গৌতম, নবীন উল হক, রবি বিষ্ণোই, অমিত মিশ্র, যশ ঠাকুর। পরিবর্ত- আয়ুষ বাদোনি, ড্যানিয়েল স্যামস, কুইন্টন ডি কক, প্রেরক মাঁকড়, আবেশ খান।

একুশে সংবাদ.কম/সম 

Link copied!