ম্যানচেস্টার সিটির সঙ্গে এক বছরের চুক্তি মেয়াদ বাড়ালো আর্জেন্টিনাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস। নতুন চুক্তি অনুযায়ী আগামী ২০২৮ সাল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে থাকবেন তিনি।
ক্লাবের ওয়েবসাইটে বিবৃতিতে এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে সিটি। গত গ্রীষ্মের দলবদলে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দেন আলভারেস। প্রাথমিকভাবে ইংলিশ চ্যাম্পিয়নদের সঙ্গে সাড়ে পাঁচ বছরের চুক্তি হয়েছিল তার। যোগ দেওয়ার বছর পার হওয়ার আগেই চুক্তির মেয়াদ বাড়িয়ে নিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
সিটির হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতায় ৩৩ ম্যাচে করেছেন ১০ গোল। শুরুর একাদশে ছিলেন ১১ ম্যাচে। সিটিতে রয়েছে আর্লিং হলান্ড। তার উপস্থিতিতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি এই ফরোয়ার্ড।
গেল কাতার বিশ্বকাপে আলো ছড়িয়েছিলেন আলভারেস। আর্জেন্টিনার হয়ে শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন তিনি। আসরে ৪টি গোল করে দলের বিশ্বকাপ জেতায় অবদান রাখেন তিনি।
একুশে সংবাদ/ডে বা/সম
আপনার মতামত লিখুন :