AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাদের কটাক্ষ করলেন রোনালদো?


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০২:০২ পিএম, ৪ জানুয়ারি, ২০২৩

কাদের কটাক্ষ করলেন রোনালদো?

ইউরোপীয় ফুটবল থেকে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৭ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা সৌদি আরবের ক্লাবের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন। এই ক্লাব থেকে প্রতি বছর ২০০ মিলিয়ন ইউরো করে পাবেন সিআরসেভেন।বাংলাদেশী টাকায় এই অঙ্ক প্রায় ২২০০ কোটি টাকা। মঙ্গলবার রাতে বরণ করে নেওয়া হয় তাকে।

 

সবার সামনে আসার আগে সাংবাদিক সম্মেলন করে ‍‍`সি আর সেভেন‍‍`। সেখানে তিনি বলেন, ‍‍`ইউরোপের ফুটবলে আমার কাজ শেষ। এবার এশিয়ার ফুটবলের জন্য কিছু করতে চাই। গোলার্ধের এই প্রান্তে ফুটবল অনেক এগিয়েছে। শুধু পুরুষদের ফুটবল নয়, মহিলা ফুটবলের জন্য অনেক কাজ হচ্ছে। সেই কাজের সঙ্গে আমিও এগোতে চাই।‍‍`  

 

কিন্তু তাঁর ইউরোপ ছেড়ে আসা নিয়ে অনেকে কটাক্ষ করেছেন। সেই নিন্দুকদের একহাত নিলেন পর্তুগিজ মহাতারকা। তিনি বলেন, ‍‍`যারা কটাক্ষ করে তাঁরা ফুটবলের কিছু বোঝে না। শুধু এশিয়া নয়, আফ্রিকার ফুটবল অনেক বদলে গিয়েছে। সেটা এবারের বিশ্বকাপ দেখলেই বোঝা যায়। গত ১০-১৫ বছরে ফুটবল অনেক বদলে গিয়েছে। এশিয়ার দলগুলো এবারের বিশ্বকাপে যথেষ্ট ভালো ফল করেছে। আমার মতে ফুটবলের বিশ্বায়ন হয়েছে। আমি জানি সৌদি আরবের লিগ বেশ কঠিন। কোচ চাইলে আগামি কয়েক ঘন্টার মধ্যে মাঠে নেমে যেতে পারি।‍‍`

 

একুশে সংবাদ/স.প্রতি/এসএপি

Shwapno
Link copied!