সবার সামনে আসার আগে সাংবাদিক সম্মেলন করে `সি আর সেভেন`। সেখানে তিনি বলেন, `ইউরোপের ফুটবলে আমার কাজ শেষ। এবার এশিয়ার ফুটবলের জন্য কিছু করতে চাই। গোলার্ধের এই প্রান্তে ফুটবল অনেক এগিয়েছে। শুধু পুরুষদের ফুটবল নয়, মহিলা ফুটবলের জন্য অনেক কাজ হচ্ছে। সেই কাজের সঙ্গে আমিও এগোতে চাই।`
কিন্তু তাঁর ইউরোপ ছেড়ে আসা নিয়ে অনেকে কটাক্ষ করেছেন। সেই নিন্দুকদের একহাত নিলেন পর্তুগিজ মহাতারকা। তিনি বলেন, `যারা কটাক্ষ করে তাঁরা ফুটবলের কিছু বোঝে না। শুধু এশিয়া নয়, আফ্রিকার ফুটবল অনেক বদলে গিয়েছে। সেটা এবারের বিশ্বকাপ দেখলেই বোঝা যায়। গত ১০-১৫ বছরে ফুটবল অনেক বদলে গিয়েছে। এশিয়ার দলগুলো এবারের বিশ্বকাপে যথেষ্ট ভালো ফল করেছে। আমার মতে ফুটবলের বিশ্বায়ন হয়েছে। আমি জানি সৌদি আরবের লিগ বেশ কঠিন। কোচ চাইলে আগামি কয়েক ঘন্টার মধ্যে মাঠে নেমে যেতে পারি।`
একুশে সংবাদ/স.প্রতি/এসএপি
আপনার মতামত লিখুন :