দক্ষিণ কোরিয়ার দাগুতে চলছে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টে বাংলাদেশের নারী শুটাররা ব্রোঞ্জ জিতেছেন। ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশ এই পদক অর্জন করেন।
বাংলাদেশ শুটিং ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু বলেন, সাজিদা হক, জারিফা খানম জ্যোতি ও মৌমিতা আফরোজ রিয়ার সমন্বয়ে গঠিত দল ব্রোঞ্জ জিতেছে। এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুটাররা ভালো পারফরম্যান্স করছে। বাংলাদেশ শুটিং ফেডারেশন শুটারদের মানোন্নয়নে চেষ্টা করছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সবচেয়ে সফল ডিসিপ্লিন শুটিং এটি। গেমসের আসরগুলোতে শুটিং থেকেই বাংলাদেশের পদক আসত।
গেমস ছাড়াও শুটিংয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য রয়েছে। এই ব্রোঞ্জ পদক ছাড়াও বাংলাদেশের শুটার চতুর্থ স্থানও অর্জন করেছে এ আসরে।
একুশে সংবাদ/ঢা/এসএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

