AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালয়েশিয়া গেল বাংলাদেশ ক্যারম দল


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:০৯ পিএম, ২ অক্টোবর, ২০২২
বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালয়েশিয়া গেল বাংলাদেশ ক্যারম দল

আন্তর্জাতিক ক্যারম ফেডারেশন আয়োজিত ‘৮ম বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপ’ -এ অংশ নিতে মালয়েশিয়া গেছে বাংলাদেশ ক্যারম দল। গত রাত একটায় হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে মালোয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করে ১০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দল। এদের মধ্যে রয়েছে ৮ জন খেলোয়াড় ও ২ জন কর্মকর্তা।

 

বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন। তিনি দলের ম্যানেজারের দায়িত্বও পালন করবেন।


মালয়েশিয়ার লঙ্কাবিতে ১৭ দেশের প্রায় ২৫০ জন খেলোয়াড় অংশ নিচ্ছে আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া ৫দিন ব্যাপী এই টুর্নামেন্টে।


টুর্নামেন্টকে সামনে রেখে ৫০ জন খেলোয়াড় নিয়ে সিলেকশন ক্যাম্প করেছিল বাংলাদেশ ক্যারম ফেডারেশন। সেখান থেকে ৪ জন পুরুষ ও ৪ জন নারী খেলোয়াড় নিয়ে জাতীয় দল গঠন করা হয়েছে।

সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের পুনেতে ইন্টারন্যাশনাল ক্যারম ফেডারেশন কাপে অংশ নিয়েছিল বাংলাদেশ।


দল: হেমায়েত মোল্লা, হাফিজুর রহমান, মোহাম্মদ আলী রবিন, আবদুল খালেক, আফসানা নাসরিন, ফারাজানা বানু, শামসুন্নাহার মাকসুদা ও সাবিনা আক্তার। অফিসিয়াল: আশরাফ আহমেদ লিয়ন (টিম ম্যানেজার), হাসনাইন ইমতিয়াজ শিহাব (টিম অফিসিয়াল)।

 

একুশে সংবাদ/এসএস

Link copied!