AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাকিব খেলতে চাইলে আপত্তি নেই-পাপন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:৩৩ পিএম, ১৩ মে, ২০২২

সাকিব খেলতে চাইলে আপত্তি নেই-পাপন

গত মঙ্গলবার সাকিব করোনা আক্রান্ত হওয়ার পর বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তিন দিন আইসোলেশনে থাকার পর আজ (শুক্রবার) করোনামুক্ত হন বিশ্বসেরা এই বাঁহাতি এই অলরাউন্ডার।

ফলে চট্টগ্রাম টেস্টে খেলার দুয়ার উন্মুক্ত হয়ে গেছে তার। তবে করোন থেকে ফিরে অনুশীলন ছাড়া পাঁচ দিনের টেস্ট খেলা বেশ কঠিন! বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের বিষয়ে জানালেন, সাকিব খেলতে চাইলে তাদের কোনও আপত্তি থাকবে না।’

সন্ধ্যায় চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। আগামী রোববার শুরু হবে চট্টগ্রাম টেস্টে। সাকিবের খেলা নিয়ে শুক্রবার চট্টগ্রামে পাপন বলেন, ‘ওর সাথে যে কথাটা হয়েছে যে, ও নেগেটিভ হলে এখানে আসছে। তবে সে অনুশীলনে নেই, । প্লাস ওর ফিজিক্যাল কন্ডিশনও বলেছে ও সুস্থ বোধ করছে। কিন্তু এটা পুরোটাই হচ্ছে মেডিক্যাল ইস্যু। এখানে মেডিক্যাল টিমের যারা আছে, ফিটনেস ট্রেনার যারা আছে, তারাই ওকে বিচার করবে।’

এছাড়া বিসিবি সভাপতি বলেন,‘হয়তো সে খেলতে পারে আবার নাও খেলতে পারে, এটা আসলে বলাটা মুশকিল। ওর ওপর নির্ভর করছে, টিমের ওপর নির্ভর করছে। এখানে আবেগী হওয়ার কিছু নেই। কিন্তু করোনা নেগেটিভ হয়ে খেলা এটা যদি ওডিআই হতো, আমরা বলতাম খেলো। কিন্তু এটা পাঁচ দিনের খেলা, আমরা চাইবো না ওর জন্য বাড়তি চাপ হোক বা ক্ষতির ইস্যু হয়। সেজন্য আমরা সাবধানে যাবো, এবং ওর ওপর পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে। ও যদি খেলতে চায়, তাহলে ও খেলবে, ওকে তো না করার কোনও সুযোগ নেই।’

সঙ্গে যোগ করেছেন, ‘ওর ফিটনেসটা নিশ্চিতভাবে দেখবে। ও অনুশীলন করুক, তারপর যদি মনে করে খেলবে তাহলে আমাদের বলবে এবং ফিটনেস ট্রেনার যদি ক্লিয়ার দিয়ে দেন তাহলে নিশ্চিতভাবে খেলবে।’

একুশে সংবাদ/এসএস

Link copied!