AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেটে চারদিনব্যাপী ‘‘Sport Administrators Course’’ উদ্বোধন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১৭ পিএম, ৮ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটে চারদিনব্যাপী ‘‘Sport Administrators Course’’ উদ্বোধন

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক অলিম্পিক সলিডারিটি কর্মসূচীর আওতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, সিলেটের তত্ত্বাবধানে চারদিনব্যাপী (৮ থেকে ১১ সেপ্টেম্বর ২০২৫) ‘‘Sport Administrators Course’’ এর শুভ উদ্বোধন ৮ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টায় সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কোর্সের উদ্বোধন করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহ্বায়ক জনাব খান মোঃ রেজা-উন-নবী। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, মহাপরিচালক, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ মোশারফ হোসেন মোল্লা, জাতীয় কোর্স পরিচালক, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ মেহেদী হাসান, জাতীয় কোর্স পরিচালক ও সিনিয়র কোচ (অ্যাথলেটিকস্), বিকেএসপি এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অলিম্পিক সলিডারিটি ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার মোঃ রাশেদ আহমেদ শামস।

বাংলাদেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকদের কর্মদক্ষতা বৃদ্ধি, অলিম্পিক আন্দোলনকে জোরদার করা এবং অলিম্পিজমের মূল্যবোধ সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই কোর্স আয়োজন করা হয়েছে। উক্ত কোর্সে সিলেট বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ এবং সিলেট বিভাগের ও জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষক, সংগঠক এবং ক্রীড়া শিক্ষকসহ মোট ২৫ জন অংশগ্রহণ করছেন।

কোর্সটি আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!