AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমি থামবো না, আমি আবার শুরু করবো



আমি থামবো না, আমি আবার শুরু করবো

একটি পরীক্ষার ফলাফল কখনোই তোমার পুরো জীবনের মূল্যায়ন হতে পারে না। জীবন একটানা পথ নয়—এটা বাঁকে বাঁকে ভরা। স্কুলের পরীক্ষায় একটি নম্বর কম পাওয়া কিংবা ফেল করা মানেই জীবন শেষ—এই ধারণা ভুল, খুবই ভুল।

আমরা অনেক সময় ভুলে যাই, সফলতা মানে শুধু ভালো রেজাল্ট নয়। সফলতা মানে নিজের লক্ষ্যকে খুঁজে পাওয়া, তাকে ভালোবেসে কঠোর পরিশ্রম করে সেখানে পৌঁছানো। তুমি হয়তো আজ এ+ পাওনি, হয়তো ফেল করেছো। কিন্তু তাতে কিছু যায় আসে না—যদি তুমি এখনই সিদ্ধান্ত নাও, "আমি থামবো না, আমি আবার শুরু করবো।"

প্রতিটি মানুষের জীবনের গল্প আলাদা। কেউ ছোটবেলাতেই তার প্রতিভা খুঁজে পায়, আবার কেউ একটু দেরিতে। কিন্তু সত্যি কথা হলো—যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো, চেষ্টা চালিয়ে যাও, তাহলে কোনো ফলাফলই তোমাকে আটকে রাখতে পারবে না।

বিশ্বজুড়ে হাজারো সফল মানুষের জীবনে একটি সাধারণ বিষয় মিলবে—তারা সবাই কোনও না কোনও সময়ে ব্যর্থ হয়েছে। কেউ পড়াশোনায়, কেউ চাকরিতে, কেউ ব্যবসায়। কিন্তু কেউই থামেনি। তারা উঠে দাঁড়িয়েছে, লড়েছে, এবং শেষ পর্যন্ত জিতেছে। কারণ সফলতা সহজ পথে আসে না, তাকে তৈরি করতে হয়।

তাই আজ যদি তোমার ফল খারাপ হয়ে থাকে, কাঁদো—এটা স্বাভাবিক। হতাশ হও—তাও ঠিক আছে, তুমি মানুষ। কিন্তু দয়া করে হাল ছেড়ো না। হেরে যাওয়া মানুষ আমরা অনেক দেখি, কিন্তু স্বপ্ন আঁকড়ে ধরা যোদ্ধারা একদিন ঠিকই জিতে যায়।

পরিবার, সমাজ বা বন্ধুরা হয়তো আজ তোমাকে নিয়ে হাসবে, কষ্ট দেবে। কিন্তু মনে রেখো, তোমার জীবনটা তোমার—তারা লিখবে না, তুমি লিখবে। চাইলে আজকের এই ব্যর্থতাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে।

ফলাফল যেমনই হোক, আজ থেকেই শুরু করো তোমার নতুন যাত্রা। মনে রেখো—
"আমি থামবো না, আমি আবার শুরু করবো।"
 

- শরিফুল রোমান

শিক্ষক ও সংবাদকর্মি

 

একুশে সংবাদ/গো.প্র/এ.জে

Link copied!