AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হজের তিন প্যাকেজ ঘোষণা, কমছে খরচ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১৬ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

হজের তিন প্যাকেজ ঘোষণা, কমছে খরচ

আগামী বছরের হজযাত্রীদের জন্য তিনটি সরকারি প্যাকেজ ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ ঘোষণা দেন।

২০২৬ সালের হজে সর্বনিম্ন প্যাকেজ-৩ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা, প্যাকেজ-২ এর খরচ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ-১ এর খরচ হবে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। এর মধ্যে প্রথম প্যাকেজে মসজিদুল হারাম থেকে ৭০০ মিটারের মধ্যে, দ্বিতীয় প্যাকেজে দেড় কিলোমিটার দূরে এবং তৃতীয় প্যাকেজে আজিজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে।

এ বছর বিমান ভাড়াও কিছুটা কমানো হয়েছে। গতবার যেখানে ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকায়।

ধর্ম উপদেষ্টা জানান, ৭০–৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে তার সঙ্গে ৫০ বছরের নিচে একজন থাকতে হবে। এছাড়া সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজে যেতে পারবেন না।

আগামী বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ২৬ মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে ২৭ জুলাই এবং শেষ হবে ১২ অক্টোবর।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!