AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ মহানবমী, দেবীর বিদায়ঘণ্টা শুরু


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১০:১৩ এএম, ১ অক্টোবর, ২০২৫

আজ মহানবমী, দেবীর বিদায়ঘণ্টা শুরু

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ বুধবার (১ অক্টোবর)। এদিন উদযাপিত হচ্ছে মহানবমী। পূজা-পার্বণের এই দিনে দেবীর বিদায়ের সুর বাজতে শুরু করে। আগামীকাল দশমীতে দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাশে, স্বামীর গৃহে।

ধর্মীয় সূত্রে জানা যায়, মহানবমীতে সকালে দুর্গার মহাস্নান অনুষ্ঠিত হয় এবং ষোড়শ উপচারে পূজা করা হয়। সন্ধ্যায় আয়োজন করা হয় মহাআরতির। পাশাপাশি এই দিনে বলিদান, নবমী হোম এবং ১০৮টি নীলপদ্ম নিবেদনের রীতি রয়েছে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেন ও প্রসাদ গ্রহণ করেন।

নবমী তিথির সূচনা হয় অষ্টমীর শেষ মুহূর্তে অনুষ্ঠিত সন্ধিপূজার মাধ্যমে। অষ্টমীর শেষ ২৪ মিনিট এবং নবমীর প্রথম ২৪ মিনিট ধরে চলে এই পূজা, যা মূলত দেবী চামুন্ডার আরাধনা। এ সময় ১০৮টি প্রদীপ প্রজ্জ্বলন ও ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে।

পুরোহিতদের মতে, মহানবমী রাতে দেবী আরাধনার বিশেষ তাৎপর্য রয়েছে। ষোড়শ উপাচারের পাশাপাশি ১০৮টি নীলপদ্ম, নীল অপরাজিতা ও নীলকণ্ঠ ফুল ব্যবহার করে ভক্তরা দেবীর পূজা সম্পন্ন করেন। এছাড়া যজ্ঞে ১০৮টি বেলপাতা, আম কাঠ ও ঘি অর্ঘ্য দেওয়া হয়।

ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে এবারের দুর্গোৎসবের।

 

একুশে সংবাদ/এ.জে 

Link copied!