দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশি সন্তানদের বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতি শিক্ষার জন্য জোহানার্সবার্গে বাংলাদেশি কমিউনিটির পরিচালনায় বাংলা স্কুল এবং সাংস্কৃতিক কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফোর্ডসবার্গের মেফেয়ার জুমা মসজিদ এন্ড মাদ্রাসা প্রাঙ্গণে উদ্বোধন হয়।
কর্তপক্ষ জানায়, প্রথম দিন ৫০ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। শ্রেণী কার্যক্রম চলবে প্রতি রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
এসময় ছাত্রছাত্রীদের অভিভাবক ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

