পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাস অফিসের সময় সূচি ঘোষণা করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২১ মার্চ) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) ও দূতালয় প্রধান মো. সোহেল পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রমজান মাস উপলক্ষে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম চলবে। এর মধ্যে নামাজের সময় সূচি নির্ধারণ করা হয়নি। তবে সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার।
একুশে সংবাদ/ও ফ/সম