AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৬০৮ বাংলাদেশি হজযাত্রী


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:১৬ এএম, ১৩ মে, ২০২৫

সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৬০৮ বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশে চলতি বছরের বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৪০ হাজার ৬০৮ জন হজযাত্রী। মঙ্গলবার (১৩ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত মোট ১০১টি ফ্লাইটে যাত্রীরা সৌদি আরব গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫১টি ফ্লাইটে গেছেন ২০ হাজার ৫১৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৩৩৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৬টি ফ্লাইটে গেছেন ৬ হাজার ৭৫৮ জন।

হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বাকি ৩৬ হাজার ২৫ জন গেছেন বেসরকারি ব্যবস্থাপনায়। এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন।

চলতি বছরের হজযাত্রায় সৌদি পৌঁছানোর পর পর্যন্ত মোট ৬ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট ২৯ এপ্রিল ৩৯৮ জন যাত্রী নিয়ে সৌদি যাত্রা করে। হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। হজ পালনের আনুষ্ঠানিকতা দেখা সাপেক্ষে ৫ জুন অনুষ্ঠিত হতে পারে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে এবং শেষ হবে ১০ জুলাইয়ের মধ্যে।

চলতি বছরের হজযাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ ও সৌদি কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

 

একুশে সংবাদ/ আ.ট/এ.জে

Shwapno
Link copied!