বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর গুলশানে বিএনপি প্রধানের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ হয়।
সন্ধ্যা ৭টার কিছু আগে ইসহাক দার ফিরোজায় পৌঁছান এবং খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার উপস্থিত ছিলেন।
এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন মির্জা ফখরুল ও ডা. জাহিদ হোসেন।
শনিবার বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সফরের শুরুতে তিনি বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গেও বৈঠক করেন।
একুশে সংবাদ/স.ট/এ.জে